সোমবার, ১৪ Jul ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
আহসান হাবিব হিমেল, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর গ্রামের মরহুম আঃ হামিদের সুযোগ্য সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, ডাইনামিক গ্রুপ অব কোম্পানিজ এর ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি.) রোটারিয়ান এম. নাজমুল হাসান গুণীজন সম্মাননা পেয়েছেন।
শনিবার (১২ জুলাই) ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতি বেইলি রোডের অফিসার্স ক্লাবে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের গুণীজনদের সম্মাননা প্রদান- ২০২৫ অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) উপজেলার গণমানুষের সেবক রোটারিয়ান এম নাজমুল হাসান
মানবিক কর্মকাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করায় পেয়েছেন “গুণীজন সম্মাননা”। সমাজসেবা, মানবিক উদ্যোগ এবং জনকল্যাণমূলক কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
রাজধানী ঢাকায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন ক্ষেত্রের গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। এ আয়োজনে সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখা বিশিষ্টজনদের মধ্যে রোটারিয়ান এম. নাজমুল হাসান ছিলেন অন্যতম।
রোটারিয়ান এম নাজমুল হাসানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জাতীয় পর্যায়ের খ্যাতিমান ব্যক্তিগণ।
রোটারিয়ান এম. নাজমুল হাসানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, “এই সম্মাননা শুধু আমার নয়, এটি নেত্রকোণা-৩ আসনের প্রতিটি মানুষের আমার প্রতি তাঁদের ভালোবাসার প্রতিদান। আমি গণমানুষের সেবা করে যেতে চাই আজীবন।’’
উল্লেখ্য, রোটারিয়ান এম নাজমুল হাসান বহু বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন ও দুঃস্থ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রোটারি ক্লাবসহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে তৃণমূলে জনসেবা পৌঁছে দেওয়ার জন্য তাঁর এই অবদান সর্বমহলে প্রশংসিত।
স্থানীয় জনগণ এ সম্মাননায় উচ্ছ্বসিত।
সম্মাননা অনুষ্ঠানের সভাপতি, ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক এমপি রশিদুজ্জামান, সাবেক এমপি নিলুফার জাহান মনি, বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর আবুল কাশেম ফজলুল হক, সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি মো. মজিবুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী সহ অন্যান্য আমলা, বিচারক, প্রকৌশলী ও ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩