সোমবার, ১৪ Jul ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) সংলগ্ন এলাকায় ব্যবসায়ী চাঁদ সোহাগ নামে এক ব্যক্তিকে পাথর দিয়ে থেতলিয়ে প্রকাশ্যে নির্মমভাবে হত্যায় অভিযুক্ত যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে ফ্যাসিবাদ বিরোধী ছাত্রঐক্যের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে হায়দার শপিং কমপ্লেক্সের সামনে শেষ হয়।
এসময় বক্তারা গত ৯ই জুলাই পুরান ঢাকার মিডফোর্ডের আলোচিত হত্যাকান্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী করেন। এছাড়াও সারাদেশে ছাত্রদল, যুবদল কর্তৃক খুন, চাঁদাবাজি ও সন্ত্রাসে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও দাবী জানায় তারা।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্রঐক্যের নেতা জাহিদ তালুকদার, ইফতেখার উদ্দিন মেশকাত, সৈয়দ কামরুল।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩