শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
দেশসেরা ১৬ বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতায় জাবির ত্রিমাত্রিক কৃতিত্ব শিবগঞ্জের গাংনগরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন এক নজরে এসএসসি পরীক্ষার ফল ২০২৫ পাঁচবিবির মরহুম এনামুল হকের পরিবারকে জামায়াতের পক্ষ থেকে ছাগল প্রদান ফরিদপুর জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ‌ও পথসভা অনুষ্ঠিত ববি ক্যাম্পাস জুড়ে জলাবদ্ধতায় নাকাল শিক্ষার্থীরা চৌদ্দগ্রামে নিমজ্জিত আমন ধানের বীজতলা, আতঙ্কে পোল্ট্রি ও মৎস্য চাষীরা ঠাকুরগাঁওয়ে যুবদল নেতার বিরুদ্ধে রাতের আঁধারে গাছ কেটে নেওয়ার অভিযোগ শিবগঞ্জে পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন, নিষিদ্ধ গাছের চারা ধ্বংস মানিকগঞ্জ – ২ আসনে জাহিদুর রহমানকে জামায়াতের প্রার্থী ঘোষণা দক্ষিণ কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দল মাভাবিপ্রবিতে সফরে আসছে নাসির নগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিশাল জনসভা পাঁচবিবিতে যুব বিভাগের কর্মী এনামুল হকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ দপ্তরের পরিচালক নিয়োগ মা বোনের অন্যায়ের প্রতিবাদ করায় ছেলেকে জোরপূর্বক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি

শিবগঞ্জের গাংনগরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন

 

আরিফুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়াঃ

গ্রামীণ জনপদে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগরে উদ্বোধন করা হলো মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দেউলি ইউনিয়নের গাংনগর বাজারে মেসার্স খোকন ট্রেডার্সে এই কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ শাহাদত জ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের মোকামতলা শাখার ব্যবস্থাপক নূর নেয়াজ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের রিলেশনশিপ অফিসার মোঃ মুক্তার হোসেন এবং গাংনগর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী এবং এলাকার সুধীজন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “এ ধরনের এজেন্ট ব্যাংকিং সেন্টার চালু হওয়ার মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ আধুনিক ব্যাংকিং সুবিধা ঘরে বসেই পাবে। এতে সময়, অর্থ এবং ঝুঁকি সবই কমে আসবে।”

মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তারা জানান, এই সেন্টার থেকে স্থানীয়রা এখন সহজেই নগদ টাকা জমা ও উত্তোলন, বিদ্যুৎ বিল পরিশোধসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা পাবেন। এতে করে গ্রামীণ অর্থনীতির বিকাশেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়।

স্থানীয়দের মধ্যে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকে বলেন, গাংনগরবাসীর জন্য এটি একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩