বুধবার, ০৯ Jul ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে নিমজ্জিত আমন ধানের বীজতলা, আতঙ্কে পোল্ট্রি ও মৎস্য চাষীরা ঠাকুরগাঁওয়ে যুবদল নেতার বিরুদ্ধে রাতের আঁধারে গাছ কেটে নেওয়ার অভিযোগ শিবগঞ্জে পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন, নিষিদ্ধ গাছের চারা ধ্বংস মানিকগঞ্জ – ২ আসনে জাহিদুর রহমানকে জামায়াতের প্রার্থী ঘোষণা দক্ষিণ কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দল মাভাবিপ্রবিতে সফরে আসছে নাসির নগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিশাল জনসভা পাঁচবিবিতে যুব বিভাগের কর্মী এনামুল হকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ দপ্তরের পরিচালক নিয়োগ মা বোনের অন্যায়ের প্রতিবাদ করায় ছেলেকে জোরপূর্বক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি কুড়িগ্রামে এবি পার্টির জেলা আহ্বায়ক কমিটির সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি হরিরামপুরে বার্ষিক স্বাস্থ্য বিভাগীয় পুরষ্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের কোর্ট ভিজিট সম্পন্ন লোহার খাঁচায় সন্তান নিয়ে পথে নেমেছেন জান্নাত কুড়িগ্রামে “জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ” নির্মাণের লক্ষে সভা অনুষ্ঠিত

নাসির নগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিশাল জনসভা

 

মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮জুলাই) বিকেলে উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া গৌরমন্দির মাঠে এ সভা হয়।

অনুষ্ঠানে উপজেলার কুন্ডা ইউনিয়নের ৪নং তুল্লাপাড়া ওয়ার্ডের বিএনপি’র সভাপতি নুর উদ্দিন পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন।

জনসভায় তুল্লাপাড়া ওয়ার্ডের বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মীর মোস্তফা জালাল, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম নুর,উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ইউনুস, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এম মঈন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ তালুকদার, যুবদলের সদস্য মোঃ হাফিজ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াজ উদ্দিন,স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ শামীমুল ইসলাম, কুন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ জাকির হাসান, উপজেলা জাসাসের সদস্য সচিব সাদেকুর রহমান,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক তাকিউল ইসলাম, গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক চৌধুরী ডালিম ও কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তপু প্রমুখ।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা হোসাইন ভূঁইয়া, কুন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি পাভেল খান, যুবদল নেতা ফাইজুল ইসলাম, শ্রমিক দল নেতা অলিউর রহমান, ফান্দাউক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল খায়ের, কুন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমীর পাঠান, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা তাতী দলের সিনিয়র সহ-সভাপতি দুলাল মিয়া, যুবদল নেতা তৌফিক মিয়া, তাতী দল নেতা স্বপন মিয়া, কুন্ডা ইউনিয়ন ছাত্রদলের সদস্য জুয়েল আহমেদ ও নাসিরনগর সদর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আনোয়ার হোসেন ফাতুসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “দেশের চলমান সংকট উত্তরণে রাষ্ট্রকাঠামো সংস্কার অপরিহার্য এবং তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। এছাড়া বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩