আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে মা-বোনের অন্যায় কাজের প্রতিবাদ করায় মধ্যরাতে শামছুল আলম বাবু (২৬) নামের আপন ছেলেকে জোরপূর্বক তুলে নিয়ে মাদকাসক্তি পূর্নবানস কেন্দ্রে ভর্তি করিয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের কবরুয়া গ্রামে। মঙ্গলবার দুপুরে আপন ছেলেকে মা-বোনের নির্দেশে তুলে নেয়ার ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এই ঘটনায় মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, ছেলেটিকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে আজ রাতের মধ্যে নিয়ে আসার বিষয়ে তার মা-বোনকে নির্দেশ প্রদান করা হয়েছে।
স্থানীয়রা জানান, কবরুয়া গ্রামের কুয়েক প্রবাসী মোখলেস মিয়ার বড় ছেলে শামছুল আলম বাবু। পেশায় ইলেকট্রিশিয়ান মিস্ত্রী বাবু এলাকায় ভালো এবং কর্মঠ ছেলে হিসেবে পরিচিত। মাদকের সাথে কোন ধরনের সম্পৃক্ততা তার নেই। দীর্ঘদিন ধরে মা-বোনের অনৈতিক কাজের বাঁধা দিয়ে আসছিল বাবু।
এতে ক্ষিপ্ত হয়ে সোমবার (৭ই জুলাই) মধ্যরাতে বাবুকে তুলে নিয়ে যায় অজ্ঞাত পরিচয়ধারী ৭-৮জন যুবক। তুলে নেয়ার সময় সিসি ক্যামেরার ফুটেজে বিষয়টি ধরা পড়লে পুরো এলাকায় ঘটনাটি জানাজানি হয়। এ সময় তারা বাবুকে মারধর করে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনার পর মঙ্গলবার দুপুরে গ্রামবাসী বাবুর বাড়িতে গিয়ে তার মা ও বোনকে জিজ্ঞাসা করলেও তারা কোনো উত্তর দিতে রাজি হননি। এতে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ৯৯৯ এ কল করলে চৌদ্দগ্রাম থানার এস.আই শামছুল আরেফিন ঘটনাস্থলে যান।
স্থানীয় ওয়ার্ড সদস্য জামাল মেম্বার বলেন, “বাবু এলাকায় একজন ভদ্র ও নিরীহ যুবক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে কোনো অ-সামাজিক অপরাধের কোন অভিযোগ কিংবা রেকর্ড নেই। এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত তার সন্ধান ও দোষীদের বিচার চাই।
স্থানীয় ব্যবসায়ী তোফাজ্জল হোসেন সুমন বলেন, “একজন তরুণকে এভাবে মধ্যরাতে তুলে নিয়ে যাওয়া কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, দ্রুত বাবুকে উদ্ধার করে ঘটনার পেছনের ষড়যন্ত্রকারী ও অপরাধীদের আইনের আওতায় আনা হোক।”
চৌদ্দগ্রাম থানার এসআই আরিফিন জানান, ৯৯৯ এ কল পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিদের্শে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে যাই। মা-বোন জানিয়েছে তাদের ছেলেকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠিয়েছে তারা। তবে ঘটনাস্থলে উপস্থিত গ্রামবাসী জানায় ছেলেটি নিরপরাধ এবং মাদকমুক্ত। এসময় বাবুর মা ও বোনকে আজ রাতের মধ্যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে এনে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসার নির্দেশনা প্রদান করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, পারিবারিক বিরোধের জেরে নিজ ছেলেকে মধ্যরাতে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠিয়েছে আপন মা ও বোন। আমরা ঘটনাটি জেনে দ্রুত পুলিশ পাঠাই এবং পরিস্থিতি শান্ত করি। ছেলেটিকে দ্রুত মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে থেকে থানায় আনার নির্দেশনা প্রদান করা হয়েছে।