বুধবার, ০৯ Jul ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
মফিজুর রহমান, হরিরামপুর ( মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত হলো বার্ষিক স্বাস্থ্য বিভাগীয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান স্বাস্থ্যসেবা খাতে অনন্য অবদান রাখার জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা – কর্মচারীদের পুরস্কার করা হয়।
মঙ্গলবার ৮ জুলাই দুপুর ২ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) ডা. কাজী এ কে এম রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো : খুরশীদ আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো : খুরশীদ আলম তিনি বলেন, “স্বাস্থ্য খাতের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন।আজকের এই সম্মাননা স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সবাইকে উৎসাহিত করবে।”
অনুষ্ঠানে শেষে শ্রেষ্ঠ স্বাস্থা সহকারী হিসেবে পুরস্কৃত করা হয় মো: ফজর আলীক, সহকারী স্বাস্থা পরিদর্শক হিসেবে পুরস্কৃত করা হয় ববিতা রানী সরকারকে, শ্রেষ্ঠ ফার্মাসিস্ট হিসেবে পুরস্কৃত করা হয় বীরেন্দ্র কুমার মন্ডলকে, সিএইচসিপি হিসেবে পুরস্কৃত করা হয় মো: কামরুজ্জামানক পলাশ ও লিপি আক্তারকে, উপসহকারী কমিউনিটি মিডিকেল অফিসার হিসেবে পুরস্কৃত করা হয় মো: কামাল হোসেনকে, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর হিসেবে পুরস্কৃত করা হয় মিলন মোল্লাকে, ইপিআই টেকনিশিয়ান হিসেবে পুরস্কৃত করা হয় সুশান্ত কুমার হালদারকে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩