আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের জন্য কোর্ট ভিজিট একটি বাস্তবভিত্তিক ও শিক্ষণীয় অভিজ্ঞতা। একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা মঙ্গলবার (৮ জুলাই) টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেন।
বিভাগের সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাসের তত্ত্বাবধানে আয়োজিত এ কোর্ট ভিজিটের সময় শিক্ষার্থীরা সরাসরি এজলাসে বসে বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। আদালতের পরিবেশ, বিচার প্রক্রিয়া ও মামলার শুনানি দেখার মাধ্যমে তারা বাস্তব জীবনের আইন ব্যবস্থার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।
কোর্ট ভিজিট শেষে শিক্ষার্থী, শিক্ষক ও বিচার বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো. মোস্তফা শাহরিয়ার খান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সমসাময়িক আইনগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জনাব পশুপতি বিশ্বাস, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল ম্রংসহ অন্যান্য বিচার বিভাগীয় কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে বিভাগের পক্ষ থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো. মোস্তফা শাহরিয়ার খানকে একটি টোকেন অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করেন সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাস।