সোমবার, ০৭ Jul ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
মোঃ ইমরান শেখ, ফরিদপুর প্রতিনিধি:
কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে ফরিদপুর মমিন খার হাট নর্থ চ্যানেল, নবুগ্রাম ইমামবাড়ীতে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র আশুরা পালিত হয়েছে। ঐতিহাসিক নবুগ্রাম দরবার শরীফে প্রতি বছরের মতো এবারও হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ শোক পালন ও প্রার্থনায় অংশগ্রহণ করেন।
দরবার শরীফের খাদেম ড. সিদ্দিকুর রহমান বলেন, “আমরা ১৯৫৩ সাল থেকে নিয়মিতভাবে আশুরা উদযাপন করে আসছি। প্রতি বছর এখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। হায় হোসেন-এই আহ্বানে সবাই একত্রিত হয়ে ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগের স্মরণ করেন।”
অনুষ্ঠানে মিলাদ, জিকির, তাজিয়া মিছিল ও তবারুক বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়। ধর্মপ্রাণ নারী-পুরুষ ও শিশুরাও অংশগ্রহণ করে এই শোক ও শ্রদ্ধার মাহফিলে। আশুরা উপলক্ষে ইমামবাড়ী ও আশপাশের এলাকা নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হয়।
এই পবিত্র দিবসটি বিশ্ব মুসলিম উম্মাহকে আত্মত্যাগ, সহিষ্ণুতা ও ন্যায়ের পথে থাকার শিক্ষা দেয় বলে মত দেন স্থানীয়রা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩