শনিবার, ০৫ Jul ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বাউফলে এইচএসসি পরীক্ষার্থী খুন, আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ‘তরুণ সাহিত্যিক পুরস্কার’ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিবগঞ্জে বিএনপির স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার জয়পুরহাটে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত জাবিতে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আমার মুক্তির সূচনা আবু সাঈদের রক্তে – এটিএম আজহার গাইবান্ধায় প্রশিকার ২০২৫-২৬ অর্থবছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত পাঁচবিবিতে IBWF-এর উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত: সৎ ব্যবসায়ী তৈরিতে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু ক্ষতিগ্রস্তদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক, ঢেউটিন বিতরণ করলেন চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের রহস্যজনক লাশ উদ্ধার, শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন মোকামতলা রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চৌদ্দগ্রামে ভারতীয় নাগরিক আটক এইচএসসি পরীক্ষার্থী খুন, চার বসতঘর পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা চৌদ্দগ্রামে দেশী মদসহ ৪ জন আটক ইংলিশ চ্যানেল সাঁতারে ইতিহাস গড়ার পথে হাওর পাড়ের হিমেল

শিবগঞ্জে বিএনপির স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

 

আরিফুল ইসলাম, শিবগঞ্জ বগুড়াঃ

আজ (৫ জুলাই) শনিবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলার ১ নং ময়দানহাট্টা ইউনিয়নের হাটুরাপাড়া এলাকায় জনসাধারণের চলাচলের জন্য দীর্ঘদিন অনুপযোগী হয়ে পড়া একটি কাঁচা রাস্তা আজ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের সার্বিক দিকনির্দেশনায় ১৮০ দিনের উন্নয়নমূলক কর্মসূচি বর্তমানে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় চলমান রয়েছে।

আজকের কার্যক্রমে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন—ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। স্বেচ্ছাশ্রমে মাটিবালি, ইট ও খোয়া দিয়ে রাস্তাটি সংস্কার করে এলাকাবাসীর চলাচলের উপযোগী করে তোলা হয়।

এই উন্নয়নমূলক উদ্যোগটির সার্বিক দায়িত্বে ছিলেন ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক। উপস্হিত থেকে কাজ পরিচালনা করেন বিএনপি নেতা রাসেল মাহমুদ সবুজ, যিনি মাঠপর্যায়ে দলের কর্মীদের সক্রিয় রাখার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন।

স্থানীয় এলাকাবাসীরা বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন রাস্তাটি খারাপ থাকলেও কেউ উদ্যোগ নেয়নি। বিএনপির এই বাস্তব কাজই প্রমাণ করে, তারা জনগণের দুঃসময়ে পাশে আছে।
এই কর্মসূচি থেকে প্রমাণিত হয়—বিএনপি শুধু কথা নয়, কাজে বিশ্বাসী। জনগণের চাওয়া-পাওয়ার সঙ্গে যুক্ত থেকে বিএনপি সত্যিকারের গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩