শনিবার, ০৫ Jul ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
‘তরুণ সাহিত্যিক পুরস্কার’ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিবগঞ্জে বিএনপির স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার জয়পুরহাটে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত জাবিতে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আমার মুক্তির সূচনা আবু সাঈদের রক্তে – এটিএম আজহার গাইবান্ধায় প্রশিকার ২০২৫-২৬ অর্থবছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত পাঁচবিবিতে IBWF-এর উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত: সৎ ব্যবসায়ী তৈরিতে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু ক্ষতিগ্রস্তদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক, ঢেউটিন বিতরণ করলেন চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের রহস্যজনক লাশ উদ্ধার, শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন মোকামতলা রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চৌদ্দগ্রামে ভারতীয় নাগরিক আটক এইচএসসি পরীক্ষার্থী খুন, চার বসতঘর পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা চৌদ্দগ্রামে দেশী মদসহ ৪ জন আটক ইংলিশ চ্যানেল সাঁতারে ইতিহাস গড়ার পথে হাওর পাড়ের হিমেল চৌদ্দগ্রামে ফার্মেসি দোকানে নেই ফার্মাসিস্ট, চলছে ওষুধ বেচাকিনা

জয়পুরহাটে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

নতুন নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান সভাপতি, আব্দুস সামাদ সেক্রেটারি নির্বাচিত।

আজ ৪ জুলাই ২০২৫, শুক্রবার সকালে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ, জয়পুরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অত্যন্ত সুশৃঙ্খল ও গৌরবময় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের আয়োজন করা হয় জয়পুরহাট শহরের প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান তা’লীমুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজ এর অডিটোরিয়ামে।
সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা মোঃ মোখলেছুর রহমান।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার এম মোসলেম উদ্দীন। তিনি তার বক্তব্যে মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা তুলে ধরেন এবং বলেন, আমরা দেশের জন্য যুদ্ধ করেছি,কোনো দলের হয়ে নয়। পরবর্তীতে যারা দেশের কল্যাণে কাজ করেছে, তাদের সঙ্গে যুক্ত হয়েছি। দেশ ও জাতির কল্যাণে আমাদেরকে এখনো সক্রিয় থাকতে হবে। চুরি করবো না, করতে দেবো না; চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করতেই হবে। আমাদের হাতেই দেশের ভবিষ্যৎ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক ডাঃ ফজলুর রহমান সাঈদ, রাজশাহী বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, জেলা উপদেষ্টা মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,,সম্মেলন অর্গানাইজার মোঃ হাসিবুল আলম লিটন, ও আক্কেলপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীর সন্তান এস এম রাশেদুল আলম সবুজ।

সম্মেলনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা শেষে জেলা কমিটি গঠনের প্রস্তাবনা উপস্থাপন করেন জয়পুরহাট জেলার প্রধান উপদেষ্টা ডাঃ ফজলুর রহমান সাঈদ। তার প্রস্তাবিত ১১ সদস্যবিশিষ্ট কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে। নির্বাচিত নেতৃত্ব হচ্ছেন সভাপতি: বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি: বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম,সহ-সভাপতি: বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম,সেক্রেটারি: বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সম্মানিত মুক্তিযোদ্ধা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩