শনিবার, ০৫ Jul ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
‘তরুণ সাহিত্যিক পুরস্কার’ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিবগঞ্জে বিএনপির স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার জয়পুরহাটে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত জাবিতে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আমার মুক্তির সূচনা আবু সাঈদের রক্তে – এটিএম আজহার গাইবান্ধায় প্রশিকার ২০২৫-২৬ অর্থবছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত পাঁচবিবিতে IBWF-এর উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত: সৎ ব্যবসায়ী তৈরিতে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু ক্ষতিগ্রস্তদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক, ঢেউটিন বিতরণ করলেন চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের রহস্যজনক লাশ উদ্ধার, শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন মোকামতলা রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চৌদ্দগ্রামে ভারতীয় নাগরিক আটক এইচএসসি পরীক্ষার্থী খুন, চার বসতঘর পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা চৌদ্দগ্রামে দেশী মদসহ ৪ জন আটক ইংলিশ চ্যানেল সাঁতারে ইতিহাস গড়ার পথে হাওর পাড়ের হিমেল চৌদ্দগ্রামে ফার্মেসি দোকানে নেই ফার্মাসিস্ট, চলছে ওষুধ বেচাকিনা

আমার মুক্তির সূচনা আবু সাঈদের রক্তে – এটিএম আজহার

 

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর  প্রতিনিধিঃ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, “রংপুরের কেউ বলতে পারবে না আমি কোনো অন্যায় বা অপরাধে জড়িত ছিলাম। আমার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা থেকে তৈরি করা হয়েছিল। সাক্ষীরা আদালতে স্বীকার করেছেন, তাদের জোর করে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল। আমি কারো ওপর ক্ষুব্ধ নই, আক্ষেপও নেই।”

শুক্রবার (৪ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত বিভাগীয় জনসভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি। রংপুর জেলা ও মহানগর জামায়াত আয়োজিত এই জনসভায় ব্যাপক জনসমাগম ঘটে।

এটিএম আজহার বলেন, “আপনাদের সামনে আজ দাঁড়াতে পারবো— এমন কল্পনাও করিনি। আমি ফাঁসির প্রস্তুতি নিয়ে কারাগারে ছিলাম। তবে আল্লাহর অশেষ রহমতে সেই ফাঁসির মঞ্চ থেকে আমি জনতার মঞ্চে উঠে এসেছি। গলায় যেখানে রশি পড়ানোর কথা ছিল, আজ সেখানে পরানো হচ্ছে ফুলের মালা। এটি আল্লাহর অশেষ কৃপা।”

তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে যে সাক্ষ্য সাজানো হয়েছিল, তারাই একদিন সত্য বলেছে। আমি বেঁচে গেছি, আল্লাহর কৃপায়।”

আবু সাঈদের প্রসঙ্গে এটিএম আজহার বলেন, “আমার মুক্তির পথ আবু সাঈদের রক্তের ওপর দিয়ে প্রস্ফুটিত হয়েছে। তার আত্মত্যাগ থেকেই শুরু হয়েছিল গণঅভ্যুত্থান, যার চূড়ান্ত পরিণতি এসেছিল ২০২৪ সালের ৫ আগস্ট। যদি সে দিনটি না আসতো, আজ হয়তো আপনারা আমার জানাজা পড়তেন। আবু সাঈদের শাহাদাত আমাকে মুক্তির দ্বার খুলে দিয়েছিল। আমি তার হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করছি।”

১৭ বছর পর রংপুরে জামায়াতের এই বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হলো। বিকেল ৩টার আগে থেকেই জনসভা শুরু হয়। দলের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের ঢল নামে রংপুর জিলা স্কুল মাঠ ও আশপাশের এলাকায়। সমাবেশ থেকে রংপুর বিভাগের ৩৩টি আসনে জামায়াত প্রার্থীদের পরিচয়ও ঘোষণা করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩