শনিবার, ০৫ Jul ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
‘তরুণ সাহিত্যিক পুরস্কার’ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিবগঞ্জে বিএনপির স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার জয়পুরহাটে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত জাবিতে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আমার মুক্তির সূচনা আবু সাঈদের রক্তে – এটিএম আজহার গাইবান্ধায় প্রশিকার ২০২৫-২৬ অর্থবছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত পাঁচবিবিতে IBWF-এর উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত: সৎ ব্যবসায়ী তৈরিতে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু ক্ষতিগ্রস্তদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক, ঢেউটিন বিতরণ করলেন চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের রহস্যজনক লাশ উদ্ধার, শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন মোকামতলা রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চৌদ্দগ্রামে ভারতীয় নাগরিক আটক এইচএসসি পরীক্ষার্থী খুন, চার বসতঘর পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা চৌদ্দগ্রামে দেশী মদসহ ৪ জন আটক ইংলিশ চ্যানেল সাঁতারে ইতিহাস গড়ার পথে হাওর পাড়ের হিমেল চৌদ্দগ্রামে ফার্মেসি দোকানে নেই ফার্মাসিস্ট, চলছে ওষুধ বেচাকিনা

গাইবান্ধায় প্রশিকার ২০২৫-২৬ অর্থবছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত

 

মাসুদ রানা, গাইবান্ধা প্রতিনিধিঃ

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, গাইবান্ধা শাখার আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক পরিকল্পনার কাজের অগ্রগতি পর্যালোচনা ও ২০২৫-২০২৬ অর্থবছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

০৪ জুন (শুক্রবার) সকাল ৯ ঘটিকায় গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক জনাব আনন্দ মোহনের সভাপতিত্বে ও গাইবান্ধা উন্নয়ন এলাকার এলাকা ব্যবস্থাপক জনাব রিপন খানের সঞ্চালনায় গাইবান্ধা জোন অফিসে এই বাজেট প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-প্রধান নির্বাহী জনাব মো: আব্দুল হাকিম,ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক জনাব রিজুওয়ানুস শামীম রাজীব, এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যবস্থাপক জনাব মো: হারুন-অর-রশিদ, বগুড়া জোনের বিভাগীয় ব্যবন্থাপক জনাব মো: নুরুল হুদা । উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন গাইবান্ধা ও বগুড়া জোনের ১৬ টি শাখা ও ০৯টি উন্নয়ন এলাকার এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, লোন অফিসার ও ক্যাশিয়ারবৃন্দ।

১৯৭৬ সাল থেকে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র আর্থিক সেবার পাশাপাশি দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ, আইনগত সহায়তা প্রদান, বিডি রুরাল ওয়াস, আরবান গার্ডেনিং, হ্যাচারি, নার্সারী, গরুমোটাতাজাকরণ, সমন্বিত কৃষি খামার, নারী সমাজ উন্নয়ন ও ক্ষমতায়ন, মাদকমুক্ত যুব সমাজ গঠন, অনানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা, প্রতিবন্ধী উন্নয়নসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

১৬ টি শাখার শাখা ব্যবস্থাপক স্ব স্ব শাখার বিগত বছরের কাজের অগ্রগতি ও চলতি বছরের বাজেট উপস্থাপন করেন । গত অর্থবছরের কাজের অগ্রগতি সকল শাখা সন্তোষজনক হওয়ায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ প্রশংসা করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ আগামী বছরের বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। গাইবান্ধা ও বগুড়া জেলার প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থা উন্নয়নে প্রশিকা যেন আরও কার্যকর ভূমিকা রাখতে পারে সে বিষয়ে অতিথিগণ পরামর্শ প্রদান করেন। প্রশিকাকে স্বচ্ছ ,জবাবদিহিতা ও ন্যায়পরায়নভিত্তিতে পরিচালিত হওয়ার আহবান জানিয়ে কর্মশালার বাজেট পর্ব শেষ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩