আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযানে ৪৮ লিটার মদসহ ৪ জনকে আটক করা হয়। বুধবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ মুচি পট্টি থেকে তাদের আটক করা হয়। থানার উপ-পরিদর্শক তারেক উদ্দিন আকাশ বাদী হয়ে এ ঘটনায় একটি মাদক মামলা দায়ের করেন। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মো: হিলাল উদ্দিন আহমেদ বৃহষ্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেন।
এজাহারে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বাজারস্থ পূর্ব চান্দিশকরা রাজু রবি দাশের বাড়িতে মদ বিক্রি হচ্ছে। এই খবরে তাৎক্ষণিক সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন পূর্ব চান্দিশকরা গ্রামের গোপী রবি দাশের ছেলে রাজু রবি দাশ (২৯), রাজেশ রবি দাশ (৩২), রাজু রবি দাশের স্ত্রী ঝুমা রানী(২৮)উত্তম চন্দ্র দাশের বিজয় চন্দ্র দাশ (১৯)। এসময় তাদের কাছ থেকে ৪৮ লিটার চোলাই মদ, নগদ ১২৯৩২ টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মো: হিলাল উদ্দিন আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।