মোঃ নাসরুল্লাহ সাকিব, ঢাকা প্রতিনিধিঃ
বাংলাদেশ ক্রিকেট আজ ইতিহাসের এক ব্যতিক্রমী মোড়ে পা রাখলো। দীর্ঘ ২০ বছর ও ৩৩১টি ওয়ানডে ম্যাচ পর এমন এক বাংলাদেশ দল মাঠে নামলো, যেখানে একাদশে দেখা মিললো না দেশের ক্রিকেটের কিংবদন্তি পাঁচ ক্রিকেটারের—মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ক্রিকেটপ্রেমীরা যাদের ‘পঞ্চপাণ্ডব’ নামে জানেন।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে এই যুগান্তকারী মুহূর্তটি ঘটে। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেন মেহেদি হাসান মিরাজ, যার হাত ধরেই ওয়ানডেতে বাংলাদেশ দলের নতুন নেতৃত্বযাত্রা শুরু হলো।
২০০৫ সালের ৪ সেপ্টেম্বর সর্বশেষ একবার এমন হয়েছিল যখন বাংলাদেশের ওয়ানডে একাদশে এই পাঁচজনের কেউই ছিলেন না। কাকতালীয়ভাবে সেদিনও প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা এবং ভেন্যু ছিল এই প্রেমাদাসা স্টেডিয়ামই। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৬ উইকেটে। এরপর ২০০৬ সালে সাকিব ও মুশফিক এবং ২০০৭ সালে তামিম ও মাহমুদউল্লাহ জাতীয় দলে অভিষেকের পর থেকে অন্তত একজন ‘পঞ্চপাণ্ডব’ থাকতেন প্রতিটি ম্যাচে।
আজকের ম্যাচের মধ্য দিয়ে সেই ধারাবাহিকতায় ইতি টানলো বাংলাদেশ ক্রিকেট। শুরু হলো নতুন প্রজন্মের, নতুন পথচলা।
২০০৫ সালের সেই ঐতিহাসিক ম্যাচে বাংলাদেশের একাদশে খেলেছিলেন—জাভেদ ওমর, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ রফিক, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার, তুষার ইমরান, খালেদ মাসুদ পাইলট, মানজারুল ইসলাম, সৈয়দ রাসেল ও তাপস বৈশ্য।
সেই ম্যাচে মাশরাফি বিশ্রামে থাকায় খেলেননি, আর বাকি চারজনের অভিষেক ঘটে পরবর্তী বছরগুলোতে।
আজকের দিনটি তাই শুধু একটি ম্যাচ নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একটি যুগের অবসান এবং নতুন এক অধ্যায়ের সূচনা।