বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
আরিফুল ইসলাম, শিবগঞ্জ,বগুড়াঃ
আজ (৯ জুলাই) বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার সচিয়ানী গ্রামে পরিবেশ বিরোধী আকাশমনী ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
উল্লেখিত গাছের ক্ষতিকারক বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, “আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ অন্যান্য গাছের তুলনায় অতিরিক্ত পানি শোষণ করে এবং পাতা মাটিতে পচনের ফলে মাটির (পিএইচ) কমিয়ে দেয়। এতে করে মাটির এসিডক হয়। ফলে ফসল সঠিক ভাবে বেড়ে উঠতে পারে না।
তিনি আরো বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক উল্লেখিত গাছের চারা উৎপাদন রোপন ও বিক্রি করা যাবে না। বিক্রি করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি নার্সারি মালিকদের নার্সারি গাইড লাইন ২০০৮ মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩