বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে পাখিদের জন্য নিরাপদ আশ্রয় নির্মাণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন- তারুণ্যের উৎসবকে ঘিরে প্রাণবন্ত পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে লাঠিপেটা, তালাক ও আরেক পুরুষের সঙ্গে বিয়ে মুন্সিগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে মাথায় পিটুনিতে যুবক নিহত কর্পোরেট দুনিয়ায় প্রবেশের প্রস্তুতি নিয়ে কুবিতে আয়োজন আমরা প্রভাব বিস্তারের রাজনীতিতে বিশ্বাসী নই- প্রেসিডিয়াম সদস্য কাজী মো: নাহিদ জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় বাউফলে সচেতনতামূলক সভা ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা জুবায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় জগন্নাথে শোক সভা জোবায়েদ হত্যার প্রতিবাদে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ববিতে বোটানির ছাত্র ইমনের বিরুদ্ধে ছাত্রীদের হেনস্তা ও উত্যক্তের অভিযোগ বাঘাইছড়িতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় চরম আতঙ্কে এলাকাবাসী বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ত্রিশালে সড়ক দুর্ঘটনায় চালক ও তাঁর সহকারী নিহত কুবিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে শ্যামাপূজা শিশুর মানসিক স্বাস্থ্য গঠনে মা-বাবার ভূমিকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর কুবিতে আব্দুল কাদের জিলানী (রহ.) এর মৃত্যুবার্ষিকী পালন ব্রাইট ইংলিশ টিচিং হোম-এ গাছ বিতরণ করে বিদায় অনুষ্ঠান

সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হামলার শিকার, থানায় অভিযোগ

 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সিঙ্গা বাড়ইপাড়া গ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম হামলার শিকার হয়েছেন। হামলায় তিনি মাথায় আঘাত পেয়ে আহত হন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। এ ঘটনায় তিনি শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, বাড়ইপাড়া গ্রামের একটি সরকারি খাস জলাশয় স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান (৩৮) লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। তবে ওই জলাশয়কে কেন্দ্র করে তার সঙ্গে একটি পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায়, গত শুক্রবার (২৭ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে মেহেদী হাসান পুকুরে মাছের পোনা ছাড়তে গেলে একদল ব্যক্তি বাধা দেয় এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে সাংবাদিক আরিফুল ইসলাম ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্তরা তার ওপর চড়াও হয়। প্রথমে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। তিনি গালিগালাজ করতে নিষেধ করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে তাকে শারীরিকভাবে আক্রমণ করে।

হামলাকারীরা তার মাথায় আঘাত করে গুরুতর আহত করে এবং তাকে ভিডিও ধারণ করতে বাধা দেয়। এমনকি তার মোবাইল ফোনের ক্যামেরার দিকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়, যা তার প্রাণনাশের সম্ভাবনা তৈরি করে।

ঘটনার পর আহত সাংবাদিক থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩