বৃহস্পতিবার, ২৪ Jul ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কার্বাড ভ্যানের ধাক্কায় হোটেল কর্মচারী নাসির উদ্দিন (৪০) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক উপজেলা নবগ্রাম রাস্তার মাথা। নিহত নাসির উদ্দিন উপজেলা মুন্সির ইউনিয়নের বসন্তপুর দক্ষিণপাড়ার হাজী বাড়ি আবুল কাশেমের ছেলে। শুক্রবার সকাল আটটায় তথ্যটি নিশ্চিত করেন হাইওয়ে থানার ওসি শাহাব উদ্দিন।
নিহত নাসির উদ্দিনের চাচা ইব্রাহিম জানান মহাসড়কের পাশে মিয়াবাজার হোটেল হাইওয়ে ইনে কাজ করতেন নাসির উদ্দিন। প্রতিদিনের মত ভোরবেলা বাড়ি থেকে হোটেল উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে আজ শুক্রবার ভোরবেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ ঢাকা মুখী অজ্ঞাতনামা একটি কার্বাড ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট শামীম জানান নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান গুরুতর আহত নাসির উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩