সোমবার, ১৪ Jul ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের নিয়ে এক মনোজ্ঞ দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (তারিখ দিন, চাইলে সংযোজন করা যাবে), শিবিরের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক পরীক্ষার্থী ও সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ জুয়েল হোসেন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা সেক্রেটারি মোঃ তারেক হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক জনাব ফখরুল ইসলাম। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আল্লাহর ওপর ভরসা রেখে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
এইচএসসি ও আলিম পরীক্ষা কেবল একটি শিক্ষাগত ধাপ নয়, বরং জীবনের ভবিষ্যৎ গঠনের অন্যতম মাইলফলক। এই পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী তার পরবর্তী লক্ষ্য নির্ধারণ করে। তাই মনোযোগ, অধ্যবসায় ও আল্লাহর সাহায্যের ওপর নির্ভর করে সাফল্য অর্জন করা সম্ভব। ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের পাশে থেকেছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে প্রতিটি পরীক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ (কলম, খাতা, স্ট্যাপলার, হাইলাইটার, রুলার, পেনসিলসহ প্রয়োজনীয় সরঞ্জাম) তুলে দেওয়া হয়। দোয়া মাহফিলে পরীক্ষার্থীদের জন্য কোরআন ও হাদীসের আলোকে সফলতা, আত্মিক শক্তি ও পরিশুদ্ধ চিন্তার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত পরীক্ষার্থীরা এবং তাদের অভিভাবকগণ শিবিরের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার এ আয়োজন ছাত্রসমাজে ইতিবাচক মনোভাব ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে একটি প্রশংসনীয় উদাহরণ হয়ে উঠেছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩