রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
‎বরিশালে খাবারের সন্ধানে এসে জালে আটকা মেছো বাঘ চৌদ্দগ্রামে মালবোঝাই মিশুক উল্টে চাপা পড়ে চালক নিহত মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব নির্বাচন সভাপতি সৌরভ, সম্পাদক রলিন স্বামী কর্তৃক স্ত্রীকে অন্য মানুষ দিয়ে ৩দিন ধরে ধর্ষণ কুমিল্লা বিভাগ ঘোষণার দাবীতে চৌদ্দগ্রামে সমাবেশ শাহজাদপুরে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা টেকসই শিল্প ও প্লাস্টিকের বিকল্প পণ্য উৎপাদনের যাত্রা শুরু রুহিয়ায় ​ভূয়া কবরস্থান সংরক্ষণ কমিটির পথসভার বিরুদ্ধে সংবাদ সম্মেলন খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ট্যুর: মাঠ পর্যায়ে শিক্ষা ও অভিজ্ঞতা রাজাপুরে বাস চাপায় বিএনপি নেতা নিহত চৌদ্দগ্রামে রং মিস্ত্রী আবু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন রামপালে সেনা অভিযানে ইয়াবা-গাঁজা-হেরোইনসহ যুবক আটক নজরুল বিশ্ববিদ্যালয়ে সিএনজির ধাক্কায় আহত শিক্ষার্থী, চালককে জরিমানা ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু পবিপ্রবিতে বাঁধন’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইসকন নিষিদ্ধের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শিল্পকলায় আসছে জবি নাট্যকলা বিভাগের ‘ডিজায়ার আন্ডার দ্য এলমস’ কুবিতে জুনিয়র কর্তৃক সিনিয়র হেনস্তার অভিযোগ ৭ দফা দাবিতে কুড়িগ্রামে সওজ কর্মচারীদের স্মারকলিপি প্রদান মুন্সিগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আক্কেলপুরে ওলামা বিভাগের উদ্যোগে গুরুত্বপূর্ণ ওলামা সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১২ জুন, সকাল ১০ টা থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত প্রায় ২ শতাধিক আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদগণ অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন আক্কেলপুর উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রখ্যাত আলেম মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। তিনি তাঁর বক্তব্যে বলেন,দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আলেম সমাজকে সাহসিকতার সঙ্গে সত্য উচ্চারণ করতে হবে। ইসলামি আদর্শে সমাজ গড়ার জন্য ওলামাদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলনকে বেগবান করতে ওলামারা যদি এগিয়ে আসেন, তবে জাতি উপকৃত হবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।

তিনি আরও বলেন,আলেমদের দায়িত্ব শুধু মসজিদের মিম্বরে সীমাবদ্ধ নয়, বরং সমাজ সংস্কার, রাজনীতি,শিক্ষা ও মানবসেবায় তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মামুনুর রশিদ,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এবং আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, জয়পুরহাট জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান,জেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদ সদস্য মাওলানা আবু জাফ,আক্কেলপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল হাসান দিপু।

বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য
আলেমদের কে একযোগে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ওলামা সমাজের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি।

ওলামাদের ঐক্য ও সচেতনতা জাতিকে সঠিক পথ দেখাতে পারে। তারা ইসলামী মূল্যবোধ বজায় রেখে জনগণের অধিকার আদায়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সকলে একসাথে দুপুরের খাবার গ্রহণের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩