রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
মাহমুদ মান্না, সন্দ্বীপ চট্টগ্রাম:
সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে আলোচিত শিপন হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১টায় মগধরা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মগধরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভাইয়ার বাড়ির মৃত জহিরুল হকের পুত্র মোঃ হাসান (২৮), বাহারের পুত্র সৈকত (২৩) এবং সোহাগ (২৫)।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। শিপন হত্যা মামলায় মোট ১১ জন আসামি রয়েছে, যাদের মধ্যে এই তিনজনকে গ্রেফতার করা হলো।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মগধরা ইউনিয়নে শিপন হত্যাকাণ্ড স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩