শুক্রবার, ৩০ মে ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
জাইকা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে বিন্দু মাত্র আপোশ নয়ঃ সারজিস আলম দেশে সুষ্ঠ গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া শপথ পড়ানোর ব্যবস্থা না করলে আরও আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের বৃষ্টিতে ডুবেছে শহর, জলাবদ্ধতায় ভোগান্তিতে শহরবাসী ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই কিশোর আটক দেশের ৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস মাভাবিপ্রবি ঘাটাইল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাকিব-উদয় শিবগঞ্জে ৭ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি, পরিকল্পিত হত্যা রাজাপুর সরকারি কলেজে ক্যারিয়ার কর্মশালা: মহৎ জীবনের পথে অনুপ্রেরণার আলো ছড়ালো শিক্ষার্থীদের মাঝে মাভাবিপ্রবি সেন্ট্রাল ড্রামাটিক ক্লাবের নেতৃত্বে নাইম – বাগচী ‎ সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ মহালছড়িতে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু একটি পরিবার দেওয়াল তুলে রাস্তা বন্ধ করায় এলাকাবাসীর মানববন্ধন আদালতের কাঠগড়ায় শরীরে আগুন দিয়ে যৌতুক মামলার বাদী গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

রাজাপুর সরকারি কলেজে ক্যারিয়ার কর্মশালা: মহৎ জীবনের পথে অনুপ্রেরণার আলো ছড়ালো শিক্ষার্থীদের মাঝে

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজাপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ক্যারিয়ার উন্নয়নমূলক কর্মশালা। বুধবার (২৮ মে) সকাল ১০টা ৩০ মিনিটে কলেজের হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. খ. ম রেজাউল করিম। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী কর্মশালায় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কলেজের একাদশ-দ্বাদশ ও ডিগ্রি প্রথম বর্ষের মোট ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় শিক্ষার্থীদের জীবনে সফল ক্যারিয়ার গঠনের উপায়, অনুপ্রেরণা, এবং মহৎ চরিত্র গঠনের গুরুত্ব নিয়ে নানা পরামর্শ প্রদান করা হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাস্তব জীবনের গুণীজনদের জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যার মাধ্যমে তারা অনুপ্রাণিত হয় এবং ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণে উৎসাহিত হয়।
ছাত্রছাত্রীরা জানান, “আজকের কর্মশালার মাধ্যমে আমরা জানতে পেরেছি কীভাবে নিজেকে গড়ে তুলতে হয়, কীভাবে সফল ব্যক্তিত্ব হতে হয়। শিক্ষকরা যেভাবে মহান ব্যক্তিদের জীবনীচিত্র দেখিয়ে আমাদের বুঝিয়েছেন, তা খুবই অনুপ্রেরণাদায়ক। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কলেজ কর্তৃপক্ষকে এমন সুন্দর একটি আয়োজনের জন্য।”
প্রধান অতিথি ড. খ. ম রেজাউল করিম বলেন, “আমরা সবসময় চেষ্টায় থাকি শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতে। কিন্তু অনেক সময় শিক্ষার অভাবে তারা ভুল পথে চলে যায়। তাই শুধু পাঠ্যবই নয়, বাস্তব জীবনের দিকনির্দেশনাও প্রয়োজন। আজকের এই আয়োজন ছিল সেই উদ্দেশ্যেই। আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌছাতে গুণীজনদের জীবন-চিত্র তুলে ধরে পথ দেখাতে।”
কর্মশালার শেষে শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান, ধন্যবাদ জ্ঞাপন এবং ছবি তোলার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব জীবনের প্রস্তুতির ক্ষেত্রে দিকনির্দেশনা প্রদান করে। রাজাপুর সরকারি কলেজের এই কর্মশালাটি শিক্ষার্থীদের আত্মউন্নয়নে অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে—এমনটাই প্রত্যাশা শিক্ষক-শিক্ষার্থীদের।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩