নিউজ ডেক্স
- ২৫ মে, ২০২৫ / ১১২ বার পঠিত

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমিতির দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে ও গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৩৪ জন প্রার্থী। ভোটার সংখ্যা ছিল ৭৬৩ জন; এর মধ্যে ৬৬৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ফলাফল অনুযায়ী—
সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক সভাপতি টিপু সুলতান (প্রতীক: গোলাপ ফুল), যিনি পেয়েছেন ৪১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মজিবুর রহমান (প্রতীক: বাস) পেয়েছেন ২১৭ ভোট।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক রনি (প্রতীক: আনারস), যিনি পেয়েছেন ৩১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন হাওলাদার (প্রতীক: চেয়ার) পেয়েছেন ২৯৬ ভোট এবং বাদশা মিয়া (প্রতীক: মাছ) পেয়েছেন ৭ ভোট।
অন্যান্য নির্বাচিতরা হলেন—
সহ-সভাপতি: মো. জলিল সিকদার (বাঘ প্রতীক) – ২৯৫ ভোট, মো. মিলন মিয়া (হাতি প্রতীক) – ২৬৪ ভোট। সহ-সাধারণ সম্পাদক: মো. মিলন হাওলাদার (কবুতর প্রতীক), মো. মানিক খান (মোরগ প্রতীক)। সাংগঠনিক সম্পাদক: মো. মতিয়ার রহমান (নারিকেল গাছ প্রতীক)। লাইন সম্পাদক: মো. হানিফ হাওলাদার (গরুর গাড়ি প্রতীক), মো. সুমন সিকদার (রেলগাড়ি প্রতীক)। প্রচার সম্পাদক: মো. মামুন ব্যাপারী (মাইক প্রতীক)। কোষাধ্যক্ষ: আলী আকব্বার (টেবিল প্রতীক)। দফতর সম্পাদক: মো. জামাল হাওলাদার (বই প্রতীক)। কার্যনির্বাহী সদস্য: মো. সোহেল ফকির (কলস প্রতীক)। নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন: প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাসিমুল হাসান, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন এবং বাস মালিক সমিতির আহ্বায়ক বাচ্চু হাওলাদার। নির্বাচন শেষে সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন জানান,
“ফ্যাসিবাদী শাসনের আমলে তফশিল ছাড়াই মনোনীত ব্যক্তিদের মাধ্যমে ইউনিয়ন পরিচালনা করা হয়েছিল। এবার শ্রমিকদের সরাসরি অংশগ্রহণে একটি প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে।”