নিউজ ডেক্স
- ২৫ মে, ২০২৫ / ১০২ বার পঠিত

আরিফুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়াঃ
মোকামতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ৭ম দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম বিজয়ী হয়েছেন।
নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল মোমিন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠে ছিলেন মোকামতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সারওয়ার পারভেজ, এসআই মাহবুব, এএসআই শাহজাহান, এরশাদ ও সেলিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাচন পরিচালনায় পোলিং অফিসার হিসেবে ছিলেন তৌহিদ ইসলাম, ইমরান আলী, আল আমিন, মোঃ রুহুল আমিন, মোছাঃ মহসিনা বেগম ও মোছাঃ ইতি আক্তার।
সভাপতি পদে ছাতা মার্কা নিয়ে জাহিদুল ইসলাম ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার মার্কা প্রার্থী পান ১৬৩ ভোট। সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম তালা মার্কা নিয়ে ২৪১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল মার্কা প্রার্থী পান ১৬০ ভোট, এবং মই মার্কা প্রার্থী পান ৬৭ ভোট।
সহ-সভাপতি পদে গরুর গাড়ী মার্কা প্রার্থী ১৮৪ ভোট পেয়ে এগিয়ে থাকেন, অন্যদিকে টুপি পান ৫০, মাছ ৩৯, টেবিল ফ্যান ৯৪ এবং হরিণ মার্কা প্রার্থী পান ৯৯ ভোট।
সহ সাধারণ সম্পাদক পদে আনারস মার্কা প্রার্থী ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। মোটরসাইকেল পান ১০৭ এবং মোরগ মার্কা প্রার্থী পান ১৪১ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মাইক মার্কা ৩১১ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে হাতী মার্কা প্রার্থী পান ১৬০ ভোট।
কোষাধ্যক্ষ পদে আম মার্কা প্রার্থী ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন, অপরদিকে সিএনজি মার্কা প্রার্থী পান ১৭৪ ভোট।
ক্রীড়া ও প্রচার সম্পাদক পদে ট্রাক মার্কা প্রার্থী ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাল গাছ মার্কা প্রার্থী পান ১০১ এবং হাত পাখা মার্কা প্রার্থী পান ১০৭ ভোট।
নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ছিল চোখে পড়ার মতো। নতুন নেতৃত্বের অধীনে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।