শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
রতনকান্দি গ্রামের সার্বিক উন্নয়ন সমস্যা সমাধানের করণীয় ‘রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরাম” আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার সকাল ৯টায় উপজেলার রতনকান্দি নতুনবাজারে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় রতনকান্দি গ্রামের সার্বিক উন্নীত করণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সংগঠনটির সভাপতি মো: ইকবাল হোসেন ইসাহাকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো: আব্দুল হালিমের সঞ্চালনায় আয়োজিত এ আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার ও ৭নং হাবিবুল্লাহ নগড় ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: রবিউল রানা। বক্তব্যদানকালে মো.রবিউল রানা রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের দাবি ঈদগাহ মাঠে যাওয়ার সড়কের কাজ বাস্তবায়ন করার আশ্বস্ত করেন।সামাজিক উন্নয়নে যুবকদের এগিয়ে আসার আহবান করেন।মাদক নির্মূলে গ্রামবাসীকে সজাগ থাকার কথা জানান।
অন্যান উপস্থিতি: সিনিয়র সহ সভাপতি: মোঃ ইকবাল হোসেন ভাষা,মোঃ আব্দুল বারেক মাস্টার, মোঃ লোকমান হোসেন, উপদেষ্টা মোঃ শাহজাহান সরকার প্রমুখ
এছাড়া সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোক উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩