নিউজ ডেক্স
- ২২ মে, ২০২৫ / ৪৯ বার পঠিত

আরিফুল ইসলাম (শিবগঞ্জ), বগুড়াঃ
মোকামতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ৭ম দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ মে ২০২৫, শনিবার। এ নির্বাচনকে কেন্দ্র করে পুরো বাজারে বইছে উৎসবমুখর পরিবেশ। বাজারজুড়ে চলছে প্রার্থীদের ব্যাপক প্রচারণা ও গণসংযোগ। ব্যানার, পোস্টার, লিফলেট, স্লোগানে মুখরিত বাজার এখন যেন এক নির্বাচনী মাঠ।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৩০ জন। ভোটাধিকার প্রয়োগ করবেন তারা আগামী শনিবার সকাল থেকে নির্ধারিত কেন্দ্রে।
এবারের নির্বাচনে মোট ২০ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন প্রার্থী। সহ-সভাপতি পদে আছেন ৫ জন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৩ জন এবং সহ-সাধারণ সম্পাদক পদেও রয়েছেন ৩ জন। সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, ক্রীড়া ও প্রচার সম্পাদক পদে ৩ জন এবং কোষাধ্যক্ষ পদে রয়েছেন ২ জন প্রার্থী।
ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনী উত্তেজনা স্পষ্ট। কেউ পুরনো নেতৃত্বে আস্থা রাখছেন, আবার কেউ চাইছেন পরিবর্তন। প্রতিটি দোকান আর চায়ের আড্ডায় চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা।
স্থানীয় ব্যবসায়ী সফিকুল ইসলাম বলেন, “নির্বাচন আমাদের বাজারের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা এমন নেতৃত্ব চাই, যারা আমাদের সমস্যা শুনবে, বাস্তবসম্মত উন্নয়ন করবে।”
বাজারে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুত নির্বাচন কমিশন। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
মোকামতলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করছে। বর্তমান নির্বাচন ব্যবসায়ী সমাজের ঐক্য, সংগঠন ও স্বার্থ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে বলে মনে করেছে অনেকেই।
নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভোটারদের আগ্রহও বেড়ে চলছে। সবার চোখ এখন ২৪ মে তারিখের দিকে—কে হচ্ছেন নতুন নেতৃত্ব, কার হাতে উঠছে সমিতির হাল?