প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৩:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৫, ১০:৪৫ এ.এম
আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে টিন বিতরণ, সহযোগিতায় প্রবাসী

আরিফুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়াঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় আজ (২১ মে) এক মানবিক উদ্যোগের অংশ হিসেবে টিন বিতরণ করা হয়েছে। আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এবং এক প্রবাসীর সহযোগিতায় গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের পাচঁপাইকা গ্রামের বাসিন্দা বাহালুল ইসলামকে দুই বান্ডিল টিন প্রদান করা হয়।
টিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামীম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মোকামতলা আদর্শ থানা শাখার সেক্রেটারি মো. আব্দুল আলিম।
আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামীম বলেন, “আমরা সবসময় চেষ্টা করি সমাজের অবহেলিত, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে। আজকের এই সহায়তা কার্যক্রম একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। ভবিষ্যতেও আমরা এ ধরনের উদ্যোগ চালিয়ে যাব।”
স্থানীয়রা সংগঠনের এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের অন্যান্য বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদকঃ এম এ জাফর লিটন, প্রকাশকঃ ইয়াসমিন খাতুন, বাণিজ্যিক কার্যালয়ঃ জেলা সুপার মার্কেটের পূর্ব পাশে, মোনালিসা প্লাজার দ্বিতীয় তলা, মনিরামপুর বাজার, শাহজাদপুর, সিরাজগঞ্জ।