প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৫, ৭:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৫, ৭:১৫ এ.এম
শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজে নবাগত অধ্যক্ষকে সংবর্ধনা

আরিফুল ইসলাম, শিবগঞ্জ,বগুড়াঃ
বগুড়ার শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর মোঃ আবুল কালাম আসাদ। তাঁর যোগদানে কলেজ পরিবার ও স্থানীয় শিক্ষাঙ্গনে বইছে নতুন প্রত্যাশা ও উদ্দীপনা।
অধ্যক্ষ আবুল কালাম আসাদ পূর্বে জয়পুরহাট সরকারি কলেজের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দীর্ঘ ২২ বছর বগুড়া সরকারি আজিজুল হক কলেজে শিক্ষকতা করেছেন। তিনি বগুড়া সদরের হাজরাদিঘী শশীবদনী গ্রামের কৃতি সন্তান এবং ১৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।
যোগদানের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “কলেজের সার্বিক উন্নয়নে আমি সকলের সহযোগিতা কামনা করছি। সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব।”
নবাগত অধ্যক্ষকে কলেজ পরিবারের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়। কলেজের সভাকক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক ছারোয়ার জাহান, ছানোয়ার হোসেন, সীমান্ত কুমার, সোহেল রানা, এমদাদুল হক, সিরাজুল ইসলাম, মইনুল ইসলাম সজল, শাহীনুর রহমান, মোস্তাফিজার রহমান, মোহাম্মদ আলী ও মোজাফ্ফর হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম এ জাফর লিটন, প্রকাশকঃ ইয়াসমিন খাতুন, বাণিজ্যিক কার্যালয়ঃ জেলা সুপার মার্কেটের পূর্ব পাশে, মোনালিসা প্লাজার দ্বিতীয় তলা, মনিরামপুর বাজার, শাহজাদপুর, সিরাজগঞ্জ।