মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন ও অবস্থান কর্মসূচি ‎চালের অস্বাভাবিক মূল্য বাড়ায় বরিশালে মানববন্ধন শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার ২ মুরাদনগরে ধর্ষণের ঘটনায় সংখ্যালঘু নারীর বাড়িতে ছুটে গেলেন সাবেক এমপি “কায়কোবাদ” কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির প্রেস ব্রিফিং দুমকীতে বীর মুক্তিযোদ্ধার বাসায় দুর্ধর্ষ ডাকাতি বেরোবিতে হঠাৎ বাড়ল সেমিস্টার ফি, শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও স্মারকলিপি প্রদান বাজেট ঘাটতির অজুহাতে আটকে আছে ঢাকাগামী বাস মাভাবিপ্রবি’র ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলাম জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু সৈয়দপুর ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত মাভাবিপ্রবি’র ক্যাফেটেরিয়ায় পর্দাব্যবস্থা দাবি করে প্রশাসনের দ্বারে নারী শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার কবরের ভেতর থেকে জমিতে জোর করে রাস্তা নির্মাণ বাধা দেয়ায় ৯০ বছরের বৃদ্ধ কোদালের কোপে গুরুতর আহত

জান্নাতি হত্যা মামলা: মুখোশধারীদের হুমকিতে আইনজীবী আতঙ্কে

দিপন কুমার সরকার,লালমনিরহাট:
লালমনিরহাটের বহুল আলোচিত স্কুলছাত্রী জান্নাতি হত্যা মামলার আইনজীবী জাকিউল হাসান সিদ্দিক রাসেলকে হত্যার হুমকি দিয়েছে মুখোশধারীরা।
বুধবার (৭ মে) দুপুরে লালমনিরহাট জজ কোর্ট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, মঙ্গলবার (৬ মে) রাত ১১টার দিকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে জেলা সদরের বালাটারী এলাকায় একদল অজ্ঞাত হেলমেটধারী মোটরসাইকেলে এসে তাকে থামিয়ে জান্নাতি হত্যা মামলা নিয়ে ‘বেশি বাড়াবাড়ি’ না করার হুমকি দেয়। এ সময় তিনি আতঙ্কিত হয়ে পড়েন, তবে আশপাশের লোকজন এগিয়ে এলে মুখোশধারীরা পালিয়ে যায়।
আইনজীবী রাসেল নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে অবিলম্বে হুমকিদাতাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
গত ১৬ এপ্রিল সন্ধ্যায় জেলার  কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের চরশৌলমারী এলাকার এক ভুট্টাখেত থেকে ষষ্ঠ শ্রণীর ছাত্রী জান্নাতির হাত,পা ভাঙা মরদেহ উদ্ধার করে পুলিশ। জান্নাতি ওই এলাকার ফজু মিয়ার মেয়ে।
পুলিশি তদন্তে জানা যায়, পাশ্ববর্তী মদাতী ইউনিয়নের কাগজিটারী এলাকার আবু তালেবের ছেলে বেলাল হোসেন (১৯) জান্নাতিকে বাড়িতে একা পেয়ে ভুট্টাখেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণে ব্যর্থ হয়ে জান্নাতির মুখে মাটি গুঁজে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা আসামির বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তাছাড়া এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী থানা ঘেরাও, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে। পুলিশ বেলালকে আটক করলে সে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩