প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৫, ৬:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৫, ১২:৫৩ পি.এম
লালমনিরহাটে গৃহবধূর আত্মহত্যা: অসুস্থতা ও আর্থিক সংকটই কারণ বলে ধারণা

দিপন কুমার সরকার ,লালমনিরহাট:
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে সাবিনা ইয়াসমিন (৪৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার মোগলহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কর্নপুর এলাকায় এ ঘটনা ঘটে। সাবিনা ইয়াসমিন ওই এলাকার চায়ের দোকানদার ছগরু রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সাবিনা দীর্ঘদিন ধরে পেটের জটিল রোগে ভুগছিলেন। পরিবারটি অর্থনৈতিকভাবে অস্বচ্ছল হওয়ায় চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খাচ্ছিল। শারীরিক যন্ত্রণার পাশাপাশি আর্থিক টানাপোড়েনের কারণে মানসিক চাপে ভুগছিলেন সাবিনা।
মঙ্গলবার সকালে নিজ ঘরে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, “সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা ও আর্থিক অসচ্ছলতার কারণে তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
সম্পাদকঃ এম এ জাফর লিটন, প্রকাশকঃ ইয়াসমিন খাতুন, বাণিজ্যিক কার্যালয়ঃ জেলা সুপার মার্কেটের পূর্ব পাশে, মোনালিসা প্লাজার দ্বিতীয় তলা, মনিরামপুর বাজার, শাহজাদপুর, সিরাজগঞ্জ।