চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা এক ব্যক্তির(৪৪) লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলবাড়ি এলাকায় পশ্চিম পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ শাহাব উদ্দিন।
প্রত্যক্ষদশী মু. ফরিদুজ্জামানসহ স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলবাড়ি এলাকায় একজন পুরুষ ব্যক্তির লাশ দেখতে পায়। পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক মিয়াবাজার হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ। পুলিশ লাশটি উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে থানায় নিয়ে যায়। তবে এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি।
মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ শাহাব উদ্দিন বলেন, ‘লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু না হত্যা’।