ষ্টাফ রিপোর্টার :
দখলদার ইসরাইলি বাহিনী কর্তৃক নিরীহ ফিলিস্থিন ও গাজাবাসীর উপর বর্বর হামলা, নারী, শিশুসহ হত্যাযজ্ঞের প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে বিশাল মিছিলটি চৌদ্দগ্রাম নজুমিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে এসে শেষ হয়।
মিছিল পূর্ব প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম সরকারী কলেজের সাবেক ভি.পি শাহাবুদ্দিন, সেক্রেটারী বেলাল হোসাইন, পৌর জামায়াতের আমীর মাওলানা মো. ইব্রাহিম, উপজেলা জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, কাজী ইয়াছিন, উপজেলা শিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল।
সভায় বক্তারা ইসরাইলি বর্বরতার প্রতিবাদ জানান এবং ইসরাইলকে নিষিদ্ধসহ তাদের বিরুদ্ধে সমগ্র মুসলিম বিশ^কে সোচ্ছার হওয়ার আহবান জানান।