রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শহিদ মিনারে ২ দফা দাবি নিয়ে ‘বিডিআর কল্যাণ পরিষদের’ অবস্থান জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক কামরুল হুদা, সদস্য সচিব ইঞ্জিঃ শাহ আলম চৌদ্দগ্রামে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা! চৌদ্দগ্রামে ঢাকাস্থ মুন্সিরহাট ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রধান চৌদ্দগ্রামে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত চৌদ্দগ্রামে চিওড়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত চৌদ্দগ্রামে নদী-খাল দখলমুক্ত করতে মানববন্ধন; সর্বস্তরের জনগণের অংশগ্রহণ চৌদ্দগ্রাম ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত ঈদের আনন্দ শোকে পরিণত, বন্ধুদের সাথে সাফারি পার্কে যাওয়া হলো না শাকিবের ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি ঐক্যই আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারে -ডাঃ তাহের চাঁদ দেখা গেছে, কাল ঈদ যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ এবার ঈদযাত্রায় ট্রেনের টিকিট কালোবাজারি হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা এনায়েতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

চৌদ্দগ্রামে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা!

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে দাম্পত্য কলহের জেরে মো. রিয়াজ নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ৯:৩০ মিনিটে চৌদ্দগ্রাম পৌরসদরের জামে মসজিদ রোডে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে লাশটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় আনা হয়।
শনিবার সকাল ৯ টায় লাশটি ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান চৌদ্দগ্রাম থানার এস আই সায়েদুর রহমান।
তবে এই ঘটনায় নিহতের পিতা-মাতা থানায় কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, তাদের ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

জানা গেছে, ২০২১ সালে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মোঃ মোস্তফার সন্তান রিয়াজ (২৪) প্রেম করে পালিয়ে বিয়ে করেন একই ইউনিয়নের পাশ্ববর্তী দেড়কোটা গ্রামের অলি আহমেদের মেয়ে পিয়াসাকে(২২)।
ছেলে মেয়ের পরিবার বেশ কয়েক মাস তাদের সম্পর্ক মেনে নেয়নি। পরবর্তীতে মোস্তফা তার ছেলে এবং পুত্রবধূকে বাড়িতে নিয়ে আসে। এর মধ্যে ছেলে প্রবাসে চলে যাওয়ার কয়েক মাস পর পুত্রবধূ পিয়শা শ্বশুরবাড়ি ত্যাগ করে চৌদ্দগ্রাম ভাড়া বাসায় উঠে। প্রবাসী রিয়াজ কিছুদিন আগে দেশে এসে পুরাতন বাসা পরিবর্তন করে পৌরসভার জামে মসজিদ রোডে নতুন বাসায় ওঠে। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। গত রাতে স্ত্রীকে রুমে রেখে রিয়াজ পাশের রুমের দরজা বন্ধ করে জানালার গ্রিলের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।
নিহত রিয়াজের বাবা মোস্তফা জানান, ছেলের বউয়ের অন্যত্র সম্পর্ক আছে। টাকা পয়সা গয়নাগাটি আত্মসাৎ করে সে অন্যত্র চলে যাওয়ার উদ্ধেশ্যে আমার ছেলেকে হত্যা করেছে। আমি ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাই।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন বলেন, যুবকের আত্মহত্যার খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। ময়নাতদন্ত রিপোর্ট এলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩