বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
চৌদ্দগ্রামের শাকিব (২৩) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফেনীর লালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। চালক সহ দু’জন গুরুতর আহত হন।
নিহত শাকিব চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর গ্রামের ব্যবসায়ী নুর আলমের দ্বিতীয় ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার (৩১ শে মার্চ) দুপুরে মহাসড়কের ফেনী লালপোল পরিদর্শন বাংলা এলাকায়। ঈদের দিন আনন্দ করতে বন্ধুদের সাথে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন।
তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের চাচা আবুল কালাম।
ফেনী মহিপাল ফাড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক সুমন চন্দ্রনাথ জানান আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারলাম দুই বন্ধু শাকিবকে নিয়ে ঈদের দিন আনন্দ করতে চৌদ্দগ্রাম থেকে মোটর মোটরসাইকেল যুগে মিরসরাই সাফারি পার্কে দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী লেমুয়া ব্রিজ এলাকায় পরিদর্শন বাংলায় সামনে ডান দিক থেকে একটি অটো সিএনজি মহাসড়কে উঠলে দ্রুতগামী মোটরসাইকেলটি সিএনজি সাথে সংঘর্ষে দুমড়ে মুছরে যায় । এসময় শাকিব সহ তিন বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত তিন বন্ধুকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় শাকিবের মৃত্যু হয়। আহত দু’জনের মধ্যে জামাল উদ্দিন (২৩) উপজেলার ছাতিয়ানী গ্রামের বেলালের হোসেনের ছেলে অপরজন তাদের সঙ্গী রায়হান তার পিতার নাম জানা যায়নি।
এদিকে শাকিবের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম দক্ষিণ কালিকাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
ফেনী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান সড়ক দুর্ঘটনা গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শাকিবের মৃত্যু হয়েছে।
অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা প্রেরণ করা হয়েছে ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩