গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৮২ জন আহত হয়েছেন।
হামাস মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া উত্তর গাজার জাবালিয়া শহরে নিহত হয়েছেন, গ্রুপটি প্রতিশ্রুতি দিয়েছে যে ইসরায়েলিরা গ্রুপের নেতৃত্ব এবং মুখপাত্রদের লক্ষ্য করে তাদের ইচ্ছা ভঙ্গ করবে না।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি আবারও তীব্র ক্ষুধা ও অপুষ্টির ঝুঁকিতে রয়েছে, উল্লেখ করে যে তাদের অবশিষ্ট খাদ্য মজুদ মাত্র দুই সপ্তাহের জন্য স্থায়ী হবে।
স্থানীয় মিডিয়া এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর ইয়োহমোর আল-শাকিফে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। ইসরায়েল দক্ষিণ লেবাননের দেরদগাইয়া এলাকায় হিজবুল্লাহর একজন কমান্ডারকেও হত্যা করার দাবি করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫০,২০৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৩,৯১০ জন আহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা আপডেট করে ৬১,৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।
সূত্রঃ আল জাজিরা