চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনায় ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আবদুল বারী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, সেক্রেটারী মোতাহের উদ্দিন মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কাজী নিজামুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মনির আহমেদ, মাওলানা ফয়েজ আহমেদ, মাওলানা আবদুল মন্নান মজুমদার, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, পৌর জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, শিবিরের কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারী জাহিদুল ইসলাম চৌধুরী, আইটি ও প্রচার সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, এইচআরডি সম্পাদক ইকবাল হোসেন বাবলু, উপজেলা শিবির সভাপতি মোজাম্মেল হক, পৌরসভা সভাপতি হোসাইন আহমেদ।
আবদুল বারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী মু. শরীফুল ইসলামের আয়োজনে ও পরিচালক মু. আরিফুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে কুমিল্লা জেলা দক্ষিণ শিবিরের সাবেক অফিস সম্পাদক বেলায়েত হোসেন, মাস্টার আবদুর রহিম, ছাত্রনেতা মামুন মজুমদার, জাহিদুল ইসলাম, আবদুল বারীর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।