জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রতিষ্ঠাকালিন সাবেক সভাপতি মদন কুমার বারোয়ার গত ১৭ নভেম্বর ২০২৪, ভোর ৪টার সময় চিকিৎসাধীন অবস্থা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।
মৃত্যু কালে তার রয়স হয়েছিল ৬২ বছর, তিনি দীর্ঘদিন যাবত প্যারালাইসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকাল স্ত্রী ও পুত্র সন্তান রেখে যান। আজ বিকাল ২.৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের জেলার নাচোল উপজেলার রাজরাড়িতে গ্রামের কবর স্থানে তাকে দাফন করা হয়। জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে এবং তার আত্মার শান্তি কামনা করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় ও তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
উক্ত সময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় কমিটি সদস্য ও চাঁপাইনবাবগঞ্জে জেলা সাধারণ সম্পাদক টুনু পাহান, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নকুল পাহান, কেন্দ্রীয় কমিটির সদস্য আজিত কুমার মুন্ডা, নিয়ামতপুর উপজেলা কমিটির সদস্য মানিক এক্কা, বিরেন পাহান, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল গজাড়, সাবেক ছাত্র নেতা বরুন বারোয়ার,উজ্জ্বল বারোয়ার প্রমূখ্য নেতৃবৃন্দ।