আব্দুল আওয়াল, এনায়েতপুর (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমযান এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনায়েতপুর হাটখোলা জামে মসজিদে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর ব্রাহ্মণগ্রাম ওয়ার্ড এর উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে আলোচনা পেশ করেন শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মিজানুর রহমান, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর চিকিৎসক মাওলানা সেলিম রেজা, এনায়েতপুর থানা জামায়াতে সেক্রেটারি ব্যবসায়ী নেতা মো: মোফাজ্জল হোসেন, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শ্রমিক নেতা শেখ মো: আইয়ুব আলী, সাংগঠনিক সদর ইউনিয়নের আমীর সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হক প্রমূখ।
আলোচকগণ বলেন, রহমত, বরকত মাগফিরাত এর বার্তা নিয়ে এসেছে মাহে রমযান। এই রমযান হলো কুরআন নাজিলের মাস। এ মাসে বেশি বেশি কুরআন অধ্যয়ন করতে হবে। তাকওয়া অর্জনের বড় সুযোগ পাওয়া যায় রমযানে। কুরআনের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কুরআনের আলোকে সমাজ বিনির্মানে প্রচেষ্টা চালাতে হবে।