বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে বৃহস্পতিবার চার ইসরাইলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। নিহত জিম্মিরা হলেন- শিরি, এরিয়েল, কেফির বিবাস এবং ওদেদ লিফশিটজ। বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, তারা নিহত ওই চার জিম্মিকে বাঁচিয়ে রাখতে ‘নিজেদের সাধ্যের সবকিছু করেছে।’ তারা আরও বলেছে, যাদের মৃতদেহ আজ ফিরিয়ে দেওয়া হচ্ছে তারা ইসরাইলি হামলায় নিহত হয়েছে।
এই চারজনের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। মরণোত্তর তাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে এক্স-এ পোস্ট করে হার্জগ লিখেছেন, ব্যথিত, আর কিছু বলার নেই। আমরা গোটা জাতি আজ শোকে বিহ্বল।
তিনি ওই পোস্টে আরও বলেন, ইসরাইল রাষ্ট্রের পক্ষ থেকে আমি মাথা নিচু করে ক্ষমা প্রার্থনা করছি। সেই ভয়ঙ্কর দিনে আপনাকে রক্ষা করতে না পারার জন্য ক্ষমা চাচ্ছি। আপনাদের নিরাপদে বাড়ি ফিরিয়ে আনতে না পারার জন্য ক্ষমা চাচ্ছি।
দীর্ঘ ১৫ মাস গাজায় ইসরাইলের হামলায় ৪৮ হাজার ২৯৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আহত হয়েছে এক লাখ ১১ হাজার ৭৩৩ জন। নিখোঁজদের মৃত্যুর তালিকায় যোগ করলে নিহতের সংখ্যা হয় অন্তত ৬১ হাজার ৭০৯ জন।