প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ৪:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৭:৩৫ এ.এম
ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার উত্তর মালুকু উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। দেশটির ভূপ্রকৃতিবিদ্যা বিষয়ক সংস্থা জানিয়েছে, বুধবার (৫ ফেব্রুয়ারি) আঘাত হানা এ ভূমিকম্পের গভীরতা ছিল ৮১ কিলোমিটার। তাৎক্ষণিকভাবে ভূকম্পনে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের ওপর অবস্থিত দেশটি প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকির মুখে থাকে। অঞ্চলটি পৃথিবীর ভিন্ন ভিন্ন টেকটোনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় এখানে ঘন ঘন ভূমিকম্প দেখা যায়।
সম্পাদকঃ এম এ জাফর লিটন, প্রকাশকঃ ইয়াসমিন খাতুন, বাণিজ্যিক কার্যালয়ঃ জেলা সুপার মার্কেটের পূর্ব পাশে, মোনালিসা প্লাজার দ্বিতীয় তলা, মনিরামপুর বাজার, শাহজাদপুর, সিরাজগঞ্জ।