বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে তালাকপ্রাপ্ত স্ত্রী ও স্বজনদের অত্যাচারে অতিষ্ঠ হোটেল ব্যবসায়ী সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হতে পারে না; জামায়াতের সেক্রেটারি দাবি আদায়ে কাফনের কাপড় পরে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল একাত্তরের ঘটনায় পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের চৌদ্দগ্রামে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারীর আগমনে স্বাগত মিছিল চৌদ্দগ্রামে টাকা আত্মসাত ঘটনায় প্রবাসীর বীরমুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির অভিযোগ চৌদ্দগ্রামে বিএনপির প্রীতি ফুটবল ম্যাচে দর্শকের ভীড় চৌদ্দগ্রামে বিএনপির বৈশাখী আনন্দ শোভাযাত্রা চৌদ্দগ্রামে বিভিন্ন কর্মসূচিতে নববর্ষ উদযাপন ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে এনায়েতপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার এনায়েতপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চৌদ্দগ্রামে ঘুমের ঘরে ড্রাইভার মিলন নিহত বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় এনসিপি মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা-রেহানার বিরুদ্ধে

চৌদ্দগ্রামে যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল চুরির অপবাদে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে ইমরান হোসেন নামে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো; উপজেলার কনকাপৈত ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আলতাফ হোসেন মিয়াজী ছেলে এছাক মিয়াজী(৫০) ও মৃত হাফেজের ছেলে মোঃ রুবেল(২৫)। তথ্যটি রোববার বিকেলে নিশ্চিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
মামলা ও থানা সূত্রে জানা গেছে, কনকাপৈত ইউনিয়নের দৌলতপুর গ্রামের শাহ আলমের ছেলে ইলেকট্রিক মেস্ত্রী ইমরান শুক্রবার বিকেলে স্থানীয় তারাশাইল বাজারের বিকাশ দোকান থেকে ইমরান ৫০ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে স্থানীয় শহিদুর রেজা রতন মিয়াজী নেতৃত্বে একদল সন্ত্রাসী পথরোধ করে সিএনজি অটোরিকশায় উঠিয়ে জিম্মী করে দৌলতপুর মসজিদের সামনে নিয়ে যায়। পরে ইমরানকে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শুরু করে।

বিকেল থেকে রাত পর্যন্ত তাঁর উপর নির্যাতন চলতে থাকে। নির্যাতনের একপর্যায়ে ইমরান অচেতন হয়ে পড়লে মৃত ভেবে সন্ত্রাসীরা চলে যায়। পরে তাঁর আত্বীয়-স্বজন এগিয়ে এসে ইমরানকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ শনিবারে সামাজিক যোগাযোগে ছড়িয়ে ভাইরাল হয়েছে। ভুক্তভোগী বাদি হয়ে একই গ্রামের শহিদুর রেজা রতন মিয়াজীকে প্রধান আসামী করে ১৮ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের এএসপি নুসরাত তাবাসসুমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামী এছাক মিয়াজী ও মোঃ রুবেলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। অন্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে’।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩