আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মু. তাহের বলেন - যারা বাসস্ট্যান্ডে চাঁদাবাজি করে; দোকানে চাঁদাবাজি করে; গভীর রাতে অস্ত্র ঠেকিয়ে মানুষের সর্বস্ব কেড়ে নেয়; তারা কি ভাল মানুষ? না। আজকে যখন অনুষ্ঠানস্থলে আসছিলাম; গাড়িতে আমাদের নেতৃবৃন্দ বললো এই রাস্তা; বিগত পনের বছরে গভীর অন্ধকার আর আতঙ্কের নাম ছিল। এই রাস্তা দিয়ে আমরা যখন চলাচল করতাম বুক ধুর ধুর করে কাঁপতো। সেই জায়গা গুলোর নাম বলতে চাই না। আজ সেই খানে আপনাদের ইসলামি আন্দোলনের পতাকা।
ডাঃ তাহের আরো বলেন আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন কি না? এর জন্য প্রয়োজন ইমান; প্রয়োজন সংগ্রাম; প্রয়োজন রক্ত; প্রয়োজন শাহাদাৎ ; প্রয়োজন দুঃসাহস; আর প্রয়োজন অস্বাভাবিক ধৈর্য। আমরা ঈমানের সাথে বেঁচে ছিলাম; আমরা জিহাদ করেছি; আমরা হিজরত করেছি; এক জায়গা থেকে আরেক জায়গায় থাকতে বাধ্য হয়েছিলাম। তিনি গতকাল বৃহস্পতিবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়ন ইসলামি সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে এসব কথা বলেন।
মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেনের সঞ্চালনায় তাফসীরুল মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে তাফসীর পেশ করেন মাওঃ ক্বারী আবদুল্লাহ আল আমিন। বিশেষ মুফাচ্ছির হিসেবে ছিলেন ড. মাওলানা সাদেকুর রহমান আজহারী, মাওলানা মুফতি লোকমান হোসাইন। ২৩ জানুয়ারী রাতে আয়োজিত মাহফিলে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান, উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, ভিপি সাহাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন, পৌর জামায়াতের আমীর মাওঃ ইব্রাহিম প্রমুখ।