সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় নিখোঁজের তিনদিন পর যমুনা নদী থেকে আবু বক্কর সিদ্দিক ১২ নামের এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার মেঘুল্লা গ্রামের পূর্বপাশে যমুনার শাখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।আবু বক্কার সিদ্দিক উপজেলার চালা গ্রামের শাহীন আব্দুল্লাহ’র ছেলে ও স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, শিশু আবু বক্কার সিদ্দিক মাদ্রাসায় থেকে পড়াশুনা করতো।
গত শুক্রবার সকালে সে বাড়িতে আসে। রাতের খাবার নিয়ে বিকেলে সে বাইসাইকেলযোগে আবারো মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়। এরপর সে নিখোঁজ হয়। স্বজনরা তার সন্ধান না পেয়ে শনিবার (১৮ জানুয়ারি) থানায় জিডি করেন। পরিদর্শক আব্দুল বারিক আরো বলেন, আজ সকালে ঘটনাস্থলে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। মরদেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। সেটি উদ্ধারের পর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘটনাস্থল নদীতে হওয়ায় নৌ-পুলিশ ঘটনার তদন্ত করবে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের উপ-পরিদর্শক আলতাফ হোসেন জানান, বেলকুচি থানা পুলিশের সহযোগিতায় মেঘুল্লা যমুনা নদীর শাখা থেকে আবু বক্কার সিদ্দিক নামের এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এ ঘটনায় বেলকুচি থানায় মামলার প্রস্তুতি চলছে