সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
দুই শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেফতার এনায়েতপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চৌদ্দগ্রামে ঘুমের ঘরে ড্রাইভার মিলন নিহত বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় এনসিপি মুজিববর্ষে ৪ হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগ হাসিনা-রেহানার বিরুদ্ধে বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘গ্লোবাল স্ট্রাইকে’ সংহতি প্রকাশ, র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত ফিলিস্তিনিদের পক্ষে চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মার্কিন শুল্ক ইস্যুতে ৪৮ ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিলেন ড. ইউনূস অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকায় চৌদ্দগ্রামে দুই হোটেলকে জরিমানা শহিদ মিনারে ২ দফা দাবি নিয়ে ‘বিডিআর কল্যাণ পরিষদের’ অবস্থান জুলাই গণহত্যার দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এ মাসেই চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক কামরুল হুদা, সদস্য সচিব ইঞ্জিঃ শাহ আলম

চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে যুবলীগ ক্যাডার রাজীব ও শাহীন গ্রেফতার

আবু বকর সুজন,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ ক্যাডার রাজীব ও শাহীনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার ভোর আনুমানিক চারটায় উপজেলার গুণবতী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপর বেলা তথ্য নিশ্চিত করেন চৌদ্দগ্রাম ক্যাম কমান্ডার মেজর মাইন

আটককৃত রাজিব একজন শীর্ষ মাদক সম্রাট এবং অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ২০২১ সালের একটি হত্যাকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। শাহীনও মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছিল বলে জানা গেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ জানান শুক্রবার ভোরে রাজিব ও শাহীন নামে দুই যুবলীগ নেতাকে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী।

তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প জানায়, রাজীব ১৮ জানুয়ারি আওয়ামী লী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত হরতাল কার্যকর করার জন্য স্থানীয়ভাবে সহিংস পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছিল। তার দায়িত্ব ছিল দলীয় ক্যাডারদের একত্রিত করে হরতালের দিন সহিংসতা সৃষ্টি করা। স্থানীয়ভাবে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় রাজীব ও শাহীনের বাড়িতে তল্লাশি চালানো হয়, তবে কোনো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে এই হরতাল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর এই সফল অভিযান শুধু সন্ত্রাসী কার্যক্রম রোধেই নয়, রাজনৈতিক সহিংসতা ঠেকাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে রাজীব ও শাহীনকে আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এই অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়ে এনেছে এবং প্রশংসিত হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩