আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে বেসিক শিল্প নগরী কমিটি গঠন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ জানুয়ারি) বিকালে বেসিক শিল্পনগরী কমিটি গঠন আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নূর হোসেন মিয়াজি।
সভায় আগামী তিন বছরের জন্য বেসিক শিল্প নগরী ৫৩ জন প্লট মালিকের উপস্থিতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নূর হোসেন মিয়াজী কে সভাপতি কাজী সেলিম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নির্বাচক কমিশনের দায়িত্ব পালন করেন চৌদ্দগ্রাম বেসিক শিল্প নগরী ম্যানেজার জাফর আহম্মদ, সহকারি নির্বাচন কমিশনার পিন্টু সাহা।
ইঞ্জিনিয়ার সাইদুর রহমান শামীমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিসিক শিল্প নগরী মালিক সমিতির সাবেক সেক্রেটারি মো: তাজুল ইসলাম তাজু, চট্টগ্রাম জুবলি রোড মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবির মোল্লা, লোকমান হোসেন, কাজী সালাউদ্দিন দুলাল, মোহাম্মদ মামুন, মাহবুব হোসেন মোল্লা, বিমল কর্মকার, বোরহান উদ্দিন, মামুনুর রশীদ মামুন, কাজী জুবায়ের হোসেন, নকুল সাহা কাজী বাবু মোহাম্মদ শাজাহান ফারুক মিয়া আব্দুল মান্নান প্রমুখ।