বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
রাস্তা কেটে চাষাবাদ, চলাচলে দুর্ভোগ ‘দিনের ভোট রাতে’ করার অভিযোগ অনুসন্ধানে নামছে দুদক গাজা যুদ্ধবিরতি, বাইডেনকে কটাক্ষ করে যা বললেন ট্রাম্প ১০ লাখ টন চাল-গম আমদানি করছে সরকার: খাদ্য উপদেষ্টা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার করার সুযোগ নেই : আমির খসরু সাত দিনের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার : আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজ নামে ডিজিটাল মুদ্রা চালু ট্রাম্পের, অভিষেকের আগেই বাজিমাত পাকিস্তানে একাত্তরের পুনরাবৃত্তি হচ্ছে: ইমরান খান সিরাজগঞ্জে নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল মাদ্রাসার ছাত্রদের মরদেহ সাবেক ৩ পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত শিক্ষা ভবনের সামনে অবস্থান নিলেন ৩৫ প্রত্যাশীরা বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক চৌদ্দগ্রামে সিঁদ কেটে বসতঘর থেকে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদ ক্রোকের নির্দেশ সাইফের ওপর হামলা: গ্রেফতার সন্দেহভাজন যুবক বাংলাদেশি নয়

হেলিকপ্টারে ছোট ভাইকে বিয়ে করিয়ে বড় ভাইয়ের স্বপ্ন পূরণ

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

ছোট বেলা থেকে স্বপ্ন ছিল প্রবাসী খোরশেদ আলম দশ বছর আগে বিয়ে করতে চেয়েছিলেন হেলিকপ্টারে চড়ে। ঐ সময় অভিভাবক ও মুরুব্বীদের বাঁধায় পারেননি। এবার ছোট ভাই কাজী বাবলুকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করিয়ে স্বপ্ন পুরন করলেন বড় ভাই ।
এদিকে অজয়পাড়া গাঁয়ে ফসলী মাঠে হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনাটি এলাকায় ছোট-বড় সবার মধ্যে উৎসাহ ছিল। এলাকাবাসী তিন দিন ধরে আজকের দিনটির অপেক্ষায় ছিলেন। গ্রামে এই প্রথম হেলিকপ্টার দেখে হেলিকপ্টারের সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেনি কিশোর কিশোরীরা ।
১০ জানুয়ারি শুক্রবার জুমার নাজের পর শত শত নারী পুরুষ ও শিশু কিশোর দূর-দূরান্ত থেকে এক নজর হেলিকপ্টার দেখার জন্য ভিড় করে। মানুষের পদচারণায় নষ্ট হয়েছে নিজেদের জমির গম ও সরিষা ফসল।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর গ্রামের কাজী জাফর আহমেদ ও খোরশেদা বেগম দম্পতিরপাঁচ সন্তান। সবাই সৌদি আরব থাকেন। বড় সন্তান হেলিকপ্টার চড়ে বিয়ে করতে চেয়েও বাঁধার মুখে পারেননি। তখন ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করেন খোরশেদ আলম। ছোট ছেলের বিয়ে হয়েছে হেলিকপ্টারে চড়ে। মা খোরশেদা বেগমও হেলিকপ্টারে বরযাত্রী হয়েছেন। নিজ সন্তানের বিয়ে ও প্রথমবার হেলিকপ্টারে চড়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, বড় সন্তানও এভারে বিয়ে করতে চেয়েছিল, আমরা দেইনি। ছোট ছেলের বিয়েতে বড় ছেলে কাউকে না জানিয়ে হেলিকপ্টার ভাড়া করে। বিয়ের দুই দিন আগে জানায়। ছেলেদের ইচ্ছে পূরণ হওয়ায় খুশি তিনিও।

কনে নার্গিস আক্তার নাহিদা উপজেলার কাশিনগর ইউনিয়নের সাহাপুর গ্রামের বেলাল হোসেনের কন্যা ও পিপুলিয়া কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। হেলিকপ্টারে চড়ে স্বামীর বাড়িতে আসবেন এমনটা কল্পনাতেও ভাবেননি বলে জানান তিনি।

বাড়ির বড় বউ কুলসুম আক্তার বলেন, পরিবারের সকলের স্বপ্ন ছিল ওকে(দেবর বাবলু) হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করানো। আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে।

বরের বোন জামাই জিলহাজ ও চাচাতো ভাই ফজলু মিয়া, মাহবুব আলমদেরও একই কথা। প্রথমবারের মতো কাছ থেকে হেলিকপ্টার দেখে খুশি তারাও। হেলিকপ্টার আসবে শুনে গত কয়েকদিন এলাকায় উৎসব উৎসব ভাব বিরাজ করছে বলেও জানান তারা।

কথা হয় মূল পরিকল্লনাকারী বরের বড় ভাই কাজী খোরশেদ আলমের সাথে। আবেগাপ্লুত খোরশেদ আলম জানান, বছর দশেক আগে আমি ইচ্ছে করেছিলাম হেলিকপ্টারে চড়ে বিয়ে করবো কিন্তু সবার বাঁধায় পারিনি। এবার কাউকে না জানিয়ে হেলিকপ্টার ভাড়া করেছি সৌদি বসেই। বিয়ের দুই দিন আগে জানানোয় কেউ আর বাঁধাও দিতে পারেনি। ছোট ভাইকে হেলিকপ্টারে চড়ে বিয়ের মাধ্যমে আজ আমার ইচ্ছে পূরণ হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩