আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্রসহ শাহ নেওয়াজ নামে কক্সবাজারের এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। উপজেলার চাঁন্দুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে কক্সবাজার জেলার টেকনাফ থানার গাজীপাড়া গ্রামের আবদুল আমিনের ছেলে।
শনিবার(১১ জানুয়ারি) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।
জানা গেছে, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত ও মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযান চলছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার উজিরপুর ইউনিয়ন চাঁন্দুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে র্যাব শাহ নেওয়াজ(২৫) নামে অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাঁর হেফাজত হতে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ‘আটককৃত সন্ত্রাসী শাহ নেওয়াজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে’।