আব্দুল আওয়াল (এনায়েতপুর) সিরাজগঞ্জ:
এনায়েতপুরের জালালুপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ করে এর প্রতিবাদে জামায়াতে ইসলামী বিক্ষোভ করেছে। জালালপুর ইউনিয়ন এর যমুনা নদীর তীরে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই বিক্ষোভে অংশ নেয়। যমুনা নদীর ভাঙ্গন রোধে তীর রক্ষা কাজের অংশ হিসেবে পাকুরতলা গ্রামে তীর রক্ষার কাজ চলমান রয়েছে। সরেজমিনে দেখা যায়, এই তীরের পাশেই ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এবং উত্তোলনকৃত বালু সরকারি প্রকল্পে ব্যবহার করা হচ্ছে।
বিক্ষোভ অংশ গ্রহণকারীগণ বলেন, তীর সংরক্ষণের কাজ চলছে। অথচ এর পাশেই অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ভবিষ্যতে এই তীর রক্ষার কাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। যার ফলে এলাকায় আবার ভাঙ্গনের দেখা দিতে পারে। এ সময় জামায়াতের ইসলামীর নেতাকর্মীদের সাথে স্থানীয় সাধারণ জনগণও বিক্ষোভে অংশ নেয়।
এসময় এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন বলেন, জমির মালিকসহ এলাকাবাসী বার বার নিষেধ করা সত্বেও এখানে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনকারীরা কোনপ্রকার অনুমোদন ছাড়াই এখানে বালু উত্তোলন করছেন। এইভাবে অনুমোদনহীন ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন এর ফলে ভাঙ্গন কবলিত এলাকা ভবিষ্যতে আরো ক্ষতির মুখে পড়তে পারে।
বিক্ষোভেকারীগণ ড্রেজার পরিচালনাকারীদের সাথে কথা বলে এখানে অবৈধভাবে বালু উত্তোলন অবিলম্বে বন্ধ করতে বলেন। ওই স্থানে বালু উত্তোলনের ফলে ভবিষ্যতে এই এলাকা হুমকির মুখে পড়বে বলেও বিক্ষোভকারীগণ বলেন।
তারা এমন যায়গা থেকে বালু নিয়ে আসুক, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়।
বিক্ষোভে আরো উপস্থিত ছিলেন, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শ্রমিক নেতা শেখ মো: আইয়ুব আলী, সহকারী সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক( কোষাধ্যক্ষ) হাজী আনোয়ার হোসেন, এনায়েতপুর থানা ছাত্রশিবিরের সভাপতি ফয়সাল খোন্দকার, সেক্রেটারি মাসুদ রানা, সাংগঠনিক সদর ইউনিয়ন এর বায়তুলমাল সম্পাদক (কোষাধ্যক্ষ) চিকিৎসক ইদ্রিস আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জালালপুর ইউনিয়ন সভাপতি শেখ শাহজালাল, সাবেক ইউপি সদস্য জামায়াত নেতা আজমত মুন্সি, ছাত্রনেতা আল আমিন প্রমুখ।