বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
রাস্তা কেটে চাষাবাদ, চলাচলে দুর্ভোগ ‘দিনের ভোট রাতে’ করার অভিযোগ অনুসন্ধানে নামছে দুদক গাজা যুদ্ধবিরতি, বাইডেনকে কটাক্ষ করে যা বললেন ট্রাম্প ১০ লাখ টন চাল-গম আমদানি করছে সরকার: খাদ্য উপদেষ্টা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার করার সুযোগ নেই : আমির খসরু সাত দিনের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার : আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজ নামে ডিজিটাল মুদ্রা চালু ট্রাম্পের, অভিষেকের আগেই বাজিমাত পাকিস্তানে একাত্তরের পুনরাবৃত্তি হচ্ছে: ইমরান খান সিরাজগঞ্জে নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল মাদ্রাসার ছাত্রদের মরদেহ সাবেক ৩ পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত শিক্ষা ভবনের সামনে অবস্থান নিলেন ৩৫ প্রত্যাশীরা বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক চৌদ্দগ্রামে সিঁদ কেটে বসতঘর থেকে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদ ক্রোকের নির্দেশ সাইফের ওপর হামলা: গ্রেফতার সন্দেহভাজন যুবক বাংলাদেশি নয়

সিরাজগঞ্জে ডাকাতির ঘটনায় ১১ জন ডাকাত গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ১১জন আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলো, সিরাজগঞ্জের বাতিয়া গ্রামের জীবন পারভেজ রেজা (৪৭), বাচ্চু মিয়া (৪৭), রবিউল করিম (৪৫), মৌলভীবাজারের করতল গ্রামের আবজাল মিয়া উজ্জ্বল (৪০), ঝালকাঠির জুরকাঠি গ্রামের জয় (৪০, চাঁদপুরের সাতবাড়িয়া গ্রামের সুমন মিয়া (৪০), শেরপুরের ধাতুয়া গ্রামের সুমন (৪৭), পিরোজপুরের বড়মাছুয়া গ্রামের শাহাদাত হোসেন (৫৫), জয়পুরহাটের মানিকপাড়ার আপেল (৩৬), পাবনার নবীন প‚র্বপাড়া গ্রামের শহিদুল ইসলাম (৪৪) ও চাঁদপুরের ভুটাল হাজিবাড়ি গ্রামের মোস্তফা কামাল জয় (৪৭)।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর বিকেলে ওই ব্যাংকিংয়ে কর্মরত মামুনুর রশিদ ও জোনায়েদ রহমান মিরাজ তাদের শাখা ব্যাংক থেকে ২৮ লাখ ৫৫ হাজার টাকা নিয়ে উল্লাপাড়া উপজেলার মোহনপুর ডাচ্ বাংলা এজেন্ট আউটলেট এবং কয়ড়া ডাচ্ বাংলা আউটলেটের টাকা নিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিল।

এ সময় পাবনা-ঢাকা মহাসড়কের উল্লাপাড়া পৌরএলাকায় ডাকাতরা একটি মাইক্রোবাস থেকে র‌্যাবের কটি পড়ে ৫/৬ জন ব্যক্তি মোটরসাইকেলটি সংকেত দিয়ে থামায় এবং জোরপূর্বক টাকার ব্যাগসহ মাইক্রোবাসের মধ্যে তুলে নিয়ে হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। এছাড়া তাদের চোখ ও হাত বাঁধাসহ মারপিট করা হয়। এ সময় তাদের কাছে থাকা উল্লেখিত টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং তাদেরকে রাজশাহী-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার হামকুরিয়া এলাকায় ফেলে রেখে চলে যায়। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পুলিশ সুপার মো. ফারুক হোসেনের বিশেষ নির্দেশনায় এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য অতিরিক্ত পুলিশ সুপারের (ক্রাইম অ্যান্ড অপস্) তত্ত¡াবধানে চৌকস পুলিশ কর্মকর্তাদের নিয়ে একটি টিম গঠন করা হয়। এ টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাতদের শনাক্ত করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস, ১টি মোটরসাইকেল, ১ জোড়া হ্যান্ডকাফ, র‌্যাবের ২টি কটি, ১টি খেলনা পিস্তল, ১টি ওয়াকি-টকি, ১৭টি মোবাইল ও লুট হওয়া টাকার মধ্যে কিছু টাকা উদ্ধার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩