দীর্ঘ এক যুগ অবসান ঘটিয়ে ২২ ডিসেম্বর আসছে আমার দেশ পত্রিকা। বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর) সকালে কুমিল্লা প্রেস ক্লাবে বিশিষ্টজনদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি একাত্তর টিভির কুমিল্লা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভা'য় স্বাগত বক্তব্য রাখেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, নাগাইশ দরবার শরীফের মোস্তাক ফয়েজী, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, সচেতন
নাগরিক কমিটির সাবেক সভাপতি ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার শাহাদাত হোসেন, মহানগরী জামায়াতে ইসলামী'র সহকারী সেক্রেটারী কামারুজ্জামা৷
কুমিল্লা জেলা এবি পার্টি'র সভাপতি মিয়া মো.তৌফিক প্রমুখ।