মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি, ১ জন বহিষ্কার চৌদ্দগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কর্তৃক বিধবাকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, এলাকা ছাড়ার হুমকি মামলা করতে এলে সত্য-মিথ্যা যাচাইয়ের সুযোগ পুলিশের নেই: আইজিপি নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত পুলিশি হামলার প্রতিবাদে নরসিংদীতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ যুক্তরাজ্যে পাকিস্তান হাইকমিশনে হামলা, যা বললেন শাহবাজ ‘বহুমুখী বিধ্বংসী যুদ্ধজাহাজ’ উদ্বোধন করে কিমের হুঁশিয়ারি সাবেক বিচারপতি খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে: কায়সার কামাল নরসিংদী স্টেডিয়ামের নাম ডা. সজীব সকারের নামে চাইলেন জাতীয় নাগরিক পার্টি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট টঙ্গীতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ চৌদ্দগ্রামে মুজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকলের সরবরাহের অভিযোগ চৌদ্দগ্রামে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় জিয়াউল আহসানের ৩ ফ্ল্যাট ৫ বাড়িসহ শত বিঘা জমি জব্দ চৌদ্দগ্রামে তালাকপ্রাপ্ত স্ত্রী ও স্বজনদের অত্যাচারে অতিষ্ঠ হোটেল ব্যবসায়ী

রাবিতে গাঁজা সেবনরত অবস্থায় ঢাবি শিক্ষার্থীসহ আটক ৩ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গাঁজা সেবনরত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ ৩ জনকে আটক করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা।

পরে তাদের পুলিশে সোপর্দ করেন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সৈয়দ আমীর আলী হলের ১৪৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. লিমন, ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাদি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল হক।
আশরাফুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সৈয়দ আমীর আলী হলের ১৪৩ নম্বর কক্ষের থেকে গাঁজার গন্ধ পাওয়া যায়। পরে হলের কর্মচারী ও শিক্ষার্থীরা মিলে ওই তিনজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করেন।
পরে প্রক্টর এসে তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা যাচাই করে এবং তাদের পুলিশে দিয়ে দেয়।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হারুনর রশিদ বলেন, আবাসিক হলে অনৈতিক কোনো কাজকেই প্রশ্রয় দেওয়া হবে না। যারা অপরাধ করেছে তারা প্রচলিত আইনানুযায়ী শাস্তি পাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিবে। হল প্রাধ্যক্ষ তাদের হলে সিট বাতিলের বিষয়টি দেখবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩